ডেকে নিয়ে ধর্ষণ’
গাজীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2014 22:05 BdST Updated: 05 May 2014 22:05 BdST
গাজীপুরের কালিয়াকৈরে ভাড়াটিয়া এক কারখানা শ্রমিকের মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে বাড়ি মালিকের ছেলের বিরুদ্ধে।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্ষণে সহযোগিতার অভিযোগে সোমবার দুপুরে ধর্ষকের ফুফাতো বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার হরিণহাটি এলাকায় রোববার বিকালে এ ধর্ষণ ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত ধর্ষক শাওন আহাম্মেদ (২২)। সে একই এলাকায় মল্লিক মিয়ার ছেলে।
ধর্ষিতা মেয়েটির বাবাকে উদ্ধৃত করে পুলিশ জানায়, হরিণহাটি এলাকায় মল্লিক মিয়ার বাড়িতে মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন তারা।
বাড়ির মালিকের ছেলে শাওন ওই কারখানা শ্রমিকের মেয়েকে (১৭) প্রায় উত্যক্ত করতো। এ কারণে এক মাস আগে ওই বাড়ি ছেড়ে পাশের আব্দুর রাজ্জাকের বাড়িতে ওঠেন তারা। সেখানেও শাওন মেয়েটিকে উত্যক্ত করতো।
গত রোববার বিকালে হাবিবাকে দিয়ে ডেকে ওই মেয়েকে শাওন তাদের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের পর পালিয়ে যায় শাওন।
আশপাশের লোকজন কান্না শুনে মেয়েটিকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে ধর্ষিতার বাবা সোমবার থানায় একটি মামলা করেছেন বলে ওসি জানান।
বাংলাদেশের আরো খবর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন