রবিবার, ১১ মে, ২০১৪


হত্যার পর যুবতীকে ধর্ষণ! 11 May, 2014 লিভ-ইন পার্টনারকে খুনের পর ধর্ষণ করল এক যুবক। শুধু তাই নয়, তার এক বন্ধুও মৃতাকে ধর্ষণ করে। এর পর তাঁর মৃতদেহ লুকিয়ে দেয় ওই দুই যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির বিন্দাপুরে। ময়নাতদন্তর রিপোর্টে জানা গেছে, হত্যার পর ওই যুবতীকে ধর্ষণ করা হয়। ২ মে মৃতদেহ উদ্ধার করার পর তদন্তে নামে পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম গুলফাম এবং মহম্মদ রফিক। জেরায় তারা জানিয়েছে, ২৯ এপ্রিল শ্বাসরোধ করে ওই যুবতীকে খুন করে তাঁরা। ধর্ষণ করার পর যুবতীর দেহ আলমারির মধ্যে লুকিয়ে রাখে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গুলফাম ওই যুবতীর সঙ্গে বিন্দাপুরে একটি ভাড়া ঘরে থাকত। রফিক দুজনেরই বন্ধু ছিল। পরে রফিক ও গুলফাম জানতে পারে, এক প্রতিবেশীর সঙ্গে যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে এবং তাঁরা বিয়ের পরিকল্পনাও করছেন। এর পরই রেগে যায় গুলফাম। হত্যার পরিকল্পনা করে বন্ধুর সঙ্গে মিলে। তার পরই যুবতীকে খুন করে তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন