সোমবার, ১২ মে, ২০১৪


বড় বোনের বিয়ের দিনে ধর্ষিত হলেন ছোট বোন May 13, 2014 by নিউজ ডেস্ক/এমএ in প্রতিবেশী with 0 Comments বড় বোনের বিয়ের দিনেই ধর্ষিত হলেন ছোট বোন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রতাপগড়ে। ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অপর অভিযুক্ত পলাতক। জানা গিয়েছে, হিরাগঞ্জের মহেশগঞ্জ এলাকায় শুক্রবার বিয়ে ছিল। বাড়ির লোকেরা যখন বিয়ের কাজে ব্যস্ত, তখনই কনের বোনকে জোর করে পাশের বাগানে টেনে নিয়ে যায় দুই জন যুবক। অভিযোগ, ওই গ্রামেরই বাসিন্দা অমরেশ সরোজ নামে এক যুবক নিজের বন্ধুর সঙ্গে মিলে যুবতীকে ধর্ষণ করে। এর পর ওই যুবতীকে সেখানে রেখেই পালিয়ে যায় তারা। যুবতীকে দেখতে না-পেয়ে তাঁর খোঁজ শুরু হয়। শনিবার সকালে গ্রামের লোকেরা বাগানে নিগৃহীতাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিগৃহীতার বাড়ির লোকেদের খবর দেওয়া হয়। বিয়ের কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর তাঁর চিকিত্‍‌সা করানো হয়। জ্ঞান ফিরলে তিনি ঘটনার কথা সকলকে জানান। এর পরই পুলিশে খবর দেওয়া হয়। অমরেশ সরোজ-সহ ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মহেশগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, অমরেশকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক একজনের খোঁজে তল্লাশি চলছে। আরো খবর: লিভ টুগেদারের সঙ্গীকে খুনের পর গণধর্ষণ! বড় বোনের হবু স্বামীকে ছোট বোনের বিয়ে বিয়ের আসরে কনেকে গুলি করে হত্যা করেছে প্রেমিক শিক্ষিকাকে উলঙ্গ করে মারধর! বোনকে ধর্ষণের অভিযোগে কারাগারে - See more at: http://www.newsevent24.com/2014/05/13/others/neighbour/130693#sthash.OxmF0TuX.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন