রবিবার, ১১ মে, ২০১৪


চাঞ্চল্যকর ৭ খুন: অপহরণের ভিডিওচিত্র পুলিশের হাতে! May 11, 2014 by নিউজ ডেস্ক/মেহা in অপরাধ, বাছাইকৃত with 0 Comments 7marder+narayanganjনিউজ ইভেন্ট ২৪ ডটকম নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলামকে অপহরণের ভিডিওচিত্র এখন পুলিশের হাতে। নিহত আইনজীবী চন্দন সরকারের মোবাইল ফোনের মধ্যে এই ভিডিওচিত্র পাওয়া গেছে। পুলিশের তদন্ত সূত্র এ খবর জানিয়েছে। জানা গেছে, নজরুলসহ অন্যরা যখন অপহরণ হয়, তখন এ ঘটনা দেখে ফেলেন আইনজীবী চন্দন সরকার। তিনি তখনই মোবাইল ফোনে ভিডিও করতে শুরু করেন। অপহরণের ওই ভিডিওচিত্র ধারণ করার কারণেই চন্দন সরকার ও তার গাড়িচালককে তুলে নেয় অপহরণকারীরা। জানা যায়, কিছুটা অস্পষ্ট ওই ভিডিওচিত্রে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নজরুল ও তার সহযোগীদের টেনেহিঁচড়ে গাড়িতে তুলছে। তবে ভিডিও খুবই কম সময়ের। এক মিনিটের বেশি হবে না। এর আগে ৩ মে চন্দন সরকারের মোবাইল ফোন ব্যবহারে জড়িত থাকায় রতন ও শিপন নামের দু’জনকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেই চন্দন সরকারের নকিয়া ব্র্যান্ডের মোবাইল সেট পাওয়া যায়। তারা পেশায় প্রাইভেটকারের চালক। অপহরণের পর রাজধানীর নিকেতনে চন্দন সরকারের গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওই গাড়িতে পড়ে থাকা মোবাইল সেট নিয়ে পালায় গাড়িচালক রতন। এর পর সেটি তার ভাতিজা শিপনকে দেয়। নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১১ মে, ২০১৪/১১.২৯/মেহেদী হাসান আরো খবর: অপহরণ দেখে ফেলায় প্রাণ গেল চন্দনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন শেখ হাসিনার সঙ্গে চন্দন সরকারের পরিবারের সাক্ষাৎ নজরুল ইসলামের দাফন সম্পন্ন চাকরিচ্যুত ৩ র‌্যাব কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন