রবিবার, ১১ মে, ২০১৪


পটুয়াখালীতে ষষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষন করলো দশম শ্রেনীর ছাত্র তারিখ: ২০১৪-০৫-১০ ১৯:৪২:৫৭ | ৩৮ বার পঠিত 0 people like this ShareThis 11 0 0 Print Friendly and PDF « আগের সংবাদ পরের সংবাদ» পটুয়াখালীঃ জেলার দশমিনা উপজেলায় ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন করেছে দশম শ্রেনীর এক ছাত্র। এ ঘটনায় আজ শনিবার মামলা দায়েরের পর পুলিশ ধর্ষক রাসেল হাওলাদার নামের ঐ স্কুল ছাত্রকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা যায়, গত ২ মে উপজেলার পূর্ব আলীপুরা এস এ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার দশম শ্রেণির ছাত্র রাসেল হাওলাদার ধর্ষণ করে। গত ৩ মে সকালে পার্শ্ববর্তী খড়ের গাদা থেকে ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করা হয়। স্থানীয়রা ঘটনাটি উভয় পরিবারের মধ্যে সমঝোতার কথা বলে গড়িমসি করে সঙ্গে সঙ্গে মামলা করতে দেয়নি। পরে শুক্রবার রাতে কিশোরীর মা খাদিজা বেগম বাদি হয়ে দশমিনা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষকের বিরুদ্ধে মামলা করেন। এ বিষয়ে দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন সৈকত বলেন, ‘বিদ্যালয়ের পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে রাসেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এদিকে ওই ছাত্রী অনেক দিন ধরে বিদ্যালয়ে না আসায় ঘটনা জানতে পারেনি বলে জানান এস এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস ছাত্তার। একই বিষয়ে দশমিনা থানার ওসি মো. শাহবুদ্দিন বলেন, ধর্ষিতার মায়ের মামলার পর অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। - See more at: http://bangla52.com/?p=details&id=1369#sthash.rYKLBOt8.ByNfwb66.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন