বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪


প্রধানমন্ত্রীর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না’
07 May, 2014 গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, নারায়নগঞ্জে সাত খুনের ঘটনায় সরকার বিব্রতবোধ করছে না। তারা বলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এদিকে দেশের মানুষ বলছে নারায়ণগঞ্জ থেকে সাবধান। সামনে আন্তর্জাতিক সম্প্রদায় বলবে বাংলাদেশ থেকে সাবধান। কারণ এখানে (বাংলাদেশে) খুন গুম হয় বিচার হয় না। দেশ কি অকার্যকর করা ঠিক হবে। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চত্বরে অনুষ্ঠিত গণতান্ত্রিক আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর এমন ক্ষমতাধর যে তার অর্ডার ছাড়া একটি গাছের পাতাও নড়ে না।’ যখন কেউ কোনো বিষয় নিয়ে কথা বলে তখন তারা বলেন, যে প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা এই কাজ শুরু করেছি। রানা প্লাজার দুর্ঘটনা ঘটার পরে উদ্ধার তৎপরাতা শুরু হলে তারা বলছেন যে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে উদ্ধার শুরু করেছি। আইনজীবী সুব্রত বলেন, নারায়নগঞ্জ থেকে অপহৃত (অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী) আবুবকর সিদ্দিককেও প্রধানমন্ত্রীর নির্দেশে উদ্ধার হয়েছে। এখন শুনেছি নারায়নগঞ্জে ৭ জন অপহরণের ঘটনায় প্রধানমন্ত্রী নির্দেশ দেননি, দিলে সাতজন খুন হতেন না বলে প্রতিমন্ত্রী বলেছেন। তিনি বলেন, জনগণের ট্যক্সের টাকায় এলিট ফোর্স র‌্যাব গঠন করলেও তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই সাত খুনের ঘটনায় সরকারের যত কাছের লোকই হোক তার বিচার করতে হবে। যারা জনগণের জানমাল রক্ষা করবে তারা (মন্ত্রী, এমপি, আমলা, ডিসি, এসপি র‌্যাব,ওসি) প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কাজ করবেন না। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের সকল আইনজীবী ও জনগণকে রক্ষা করার জন্য অনুমতি দিন। সুব্রত চৌধুরী বলেন, একজন নিরিহ রাজনৈতিক কোন্দলহীন আইনজীবী চন্দন কুমার সরকারের এই অবস্থা হলে দেশের ৫০ হাজার আইনজীবীর কি অবস্থা হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন , পত্রিকা পড়লেই বোঝা যায় নারায়নগঞ্জে হত্যাকাণ্ড ঘটনোর সময় কারা টাকা লেনদেন করেছ। র‌্যাবের সঙ্গে টাকা লেনদেন করেছে দিপু চৌধুরী। দিপুসহ র‌্যাবের তিন অফিসারকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই আসল ঘটনা বের হয়ে আসবে। ব্যারিস্টার খোকন বলেন, র‌্যাবের সেই অফিসারদের চাকরি থেকে বরখাস্ত করা হলেই হবে না। তাদের অবিলম্বে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে আসল ঘটনা বের করতে হবে। তিনি বলেন, আজকের পত্রিকা পড়লে বোঝা যায় টাকা লেনদেন করেছে দিপু চৌধুরী হত্যাকণ্ড ঘটিয়েছে মন্ত্রীর মেয়ের জামাই র‌্যাব অফিসারসহ অন্যারা। নারায়ণগঞ্জ জেলা বারের সদস্য অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ সারা দেশে চলমান হত্যা, গুম ও অপহরণের বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমতির পক্ষে বারের সম্পাদক মাহাবুব উদ্দিন খোকন গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে এ মানবন্ধনে একাত্মতা প্রকাশ করেন । মানববন্ধনে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ছাড়াও আরো বক্তব্য রাখেন বারের সাবেক সভাপতি জয়নুল আবেদিন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির শেখ আখতারুল ইসলাম, মন্টু ঘোষ , সাবেক সম্পাদক জগলুল হায়দার আফ্রিক ও সৈয়দ মামুন মাহাবুব প্রমুখ। মানববন্ধনে আইনজীবীরা বলেন, আমরা যে ঐক্যবদ্ধ এটাই তার প্রমাণ। আমরা আইনজীবী, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আজ মনে হচ্ছে বর্তমান সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। কারণ, জনগণের সমর্থনবিহীন এই সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করে আছে ক্ষমতায় আছে। ফলে আইন-শৃঙ্খলা বাহিনীর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আইনজীবীরা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ইচ্ছার বাইরে যাওয়ার ক্ষমতা বর্তমান সরকারের নাই। এই অবস্থা বেশি দিন চলতে পারে না। আইনজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে এই জনসমর্থনবিহীন অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাবে। উৎসঃ প্রাইমনিউজবিডি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন