তারুণ্যের অন্যতম প্রবণতা হয়ে উঠেছে সেক্সটিং
07 May, 2014
আপনি কি কখনো নিজের সন্তান বা তরুণ কাউকে মোবাইল ফোনে যৌনতামূলক কোনো ম্যাসেজ আদান-প্রদান করতে দেখেছেন? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ভয়ের কিছু নেই। গবেষকরা বলছেন, সেক্সটিং বর্তমানে তরুণ প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তরুণেরা একে এখন তাদের অন্যতম প্রবণতা হিসেবে বানিয়ে ফেলেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে তার অপকারিতার কথা আগেই বিজ্ঞানীরা ধারণা করেছিলেন। বর্তমানে তার প্রমাণ হাতেনাতে পাওয়া যাচ্ছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ান হাই স্কুলের কিছু শিক্ষাথীর যৌন অভ্যাস বিষয়ক গবেষণায় দেখা গেছে, সেক্সটিং বেড়ে যাওয়ায় তরুণদের যৌন অভ্যাসে পরিবর্তন হয়েছে। দিন দিন বেড়ে যাচ্ছে সেক্সটিং তবে তাদের মাঝে এ কারণে যৌনতা কিছুটা কমে যাচ্ছে।
লা ট্রব ইউনিভার্সিটির প্রফেসর অ্যান মিচেল বলেন, ‘প্রযুক্তির অগ্রগতি সত্ত্বেও গত দুই দশকে যৌন কর্মকাণ্ড প্রায় একই আছে।’
মিচেল আরো বলেন, ‘এটা একটা সামাজিক অনলাইন বিশ্ব। এখানে এ ধরনের ছবি ও ম্যাসেজ যৌন সম্পর্কের একটি অধ্যায়। এটা নতুন ধরনের একটি প্রবণতা।’
গবেষণায় দেখা গেছে, যৌনতার দিক দিয়ে পরিপক্ক ৭০ ভাগেরও বেশি শিশু যৌন উত্তেজক টেক্সট ম্যাসেজ পাঠায়। তাদের প্রায় অর্ধেক তাদের নিজস্ব নগ্ন বা আংশিক নগ্ন ছবি ও ভিডিও পাঠায়।
গবেষকরা জানাচ্ছেন, এ সমস্যা সমাধানে প্রযুক্তির ওপর ভীত না হয়ে তরুণদের ওপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং তাদের সঙ্গে আলোচনা করতে হবে তাদের সম্পর্ক নিয়ে।
উৎসঃ কালের কণ্ঠ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন