বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪


জন্ম নিয়ন্ত্রণ বড়ির মারাত্মক কুফল May 8, 2014 by নিউজ ইভেন্ট ২৪ ডটকম/ এমআরএস in স্বাস্থ্য with 0 Comments pillনিউজ ইভেন্ট ২৪ ডট কম জন্ম নিয়ন্ত্রণ বড়ির বিভিন্ন সুফলের পাশাপাশি কুফল রয়েছে। মেয়েদের হরমনের বিভিন্নতার কারণে তাদের মধ্যে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। প্রথম দিকে মেয়েরা এ বড়ি খাওয়া শুরু করলে দুই ঋতুস্রাবের মাঝে রক্তপাত ও গায়ে ছোপছোপ দাগ হয়। গবেষনায় দেখা গেছে বেশি মাত্রায় এ বড়ি সেবনে স্তন ও সার্ভিক্যল ক্যন্সারের ঝুঁকি বেডে যায়। এ বড়ি জটিল ও ঝুঁকিপূর্ণ রোগের কারণ। যেমন: ১.উচ্চ রক্তচাপ, ২. রক্ত জমাট বাঁধা, ৩. স্ট্রোক, ৪. হার্ট অ্যটাক, ৫. লিভারে টিউমার, ৬. লিভারে পাথর জমা। এগুলো খুব জটিল রোগ। তবে, আক্রান্ত হওয়ার হার কম। এ সময় অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। এছাড়া আরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। ১. বমি বমি ভাব ২. মাথা ব্যাথা ৩. স্তন বেদনা ৪. ব্রণ ৫. কামশক্তি কমে যায় ৬. বিষণ্নতা ৭. বদমেজাজ ৮. স্থূলতা বা মুটিয়ে যাওয়া ৯. পেট ব্যাথা ও পেট ফোলা ১০ ডায়রিয়া ১১. কোষ্ঠকাঠিন্য ১২. গিঙগিবিটিস (দাঁতের মূল বা দন্তমূলে ব্যাথা) ১৩. ক্ষুধা বৃদ্ধি অথবা ক্ষুধামন্দা ১৪. ওজন বৃদ্ধি অথবা স্বাস্থ্যহানী ১৫. ত্বকে ধুসর বা কালো দাগ ১৬. অপ্রত্যাশিত স্থানে চুল গজানো ১৭. ঋতুস্রাবের অস্বাভাবিকতা ১৮. ঋতুস্রাবে বেদনা ১৯. ঋতুস্রাব না হওয়া ২০. স্তন ঝুলে যাওয়া, বেড়ে যাওয়া অথবা দাগ হওয়া ২১. যৌনাঙ্গ বা যোনিনালীতে ব্যাথা, লাল হয়ে যাওয়া, জ্বালা পোড়া, চুলকানি ২২. কথা জড়িয়ে যাওয়া ২৩. হাত বা পায়ের দূর্বলতা ২৪. চরম বুক ব্যাথা ২৫. কাশিতে রক্ত ২৬. শ্বাসকষ্ট ২৭. চোখে কম দেখা, ২৮. দ্বিগুণ দেখা ২৯. চোখ ফোলা ৩০. জরায়ুর কালচে দাগ ৩১. জ্বর ৩২. হালকা রঙের পায়খানা জন্ম নিয়ন্ত্রণ বড়িতে থাকা এস্ট্রোজেনের কারণে এ লক্ষণ সমুহ দেখা দেয়। অবশ্য কিছু মহিলার এ সমস্যাগুলো নির্দিষ্ট সময় পর দূর হয়ে যায়। তখন বেশিরভাগ ক্ষেত্রে তারা ভিন্ন পদ্ধতি গ্রহন করে। কিছু মেয়েদের ক্ষেত্রে এ বড়ি সেবন বেশি ঝুঁকিপূর্ণ। যেমন: ১. বেশি ওজন ২. ৩৫ বছরের বেশি বয়স ৩. ডায়াবেটিক রোগী ৪. উচ্চ রক্তচাপ ৫. উচ্চ কলেস্টেরল ৬. ধূমপায়ী অবশ্য কিছু গবেষনায় এসেছে এ ঝঁকি সমুহ ক্ষণস্থায়ী। সেবনের প্রথম পাঁচ বছরে ঝুঁকির মাত্রা বেশি থাকে। দূঃর্ভাগ্যবসত, কোন মেয়ে যদি এ বড়ি খাওয়া হঠাত করে ছেড়ে দেয় তবে তার স্তন ও সার্ভিক্যল ক্যন্সারের ঝুঁকি আবার বেড়ে যায়। সূত্র: হেল্থ, মেডিলাইন প্লাস, হাও স্টাফ ওয়ার্কস, ওয়েব এমডি। নিউজ ইভেন্ট ২৪ ডট কম/৮মে, ২০১৪/১২.৪৭/মিজানুর রহমান শেলী আরো খবর: কনডম ব্যবহারের মারাত্মক কুফল যৌন উত্তেজক বড়ি জীবননাশের কারণ পেইনকিলারে স্ট্রোকের ঝুঁকি আপনার জীবন বৃত্তান্ত কি ৩০ সেকেন্ডে পড়া যায়? যেই বাজে অভ্যাসগুলোর কারণে প্রতিদিন বাড়ছে আপনার পেটের মেদ! - See more at: http://www.newsevent24.com/2014/05/08/health/129655#sthash.hmaFAuf9.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন