কুড়িগ্রামে হলুদ বৃষ্টি!
08 May, 2014
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা চেয়ারম্যানপাড়ায় বৃহস্পতিবার সকাল নয়টার দিকে হলুদ বৃষ্টি হয়েছে। এ সময় আকাশ থেকে স্বাভাবিক বৃষ্টির পরিবর্তে হলুদ বর্ণের বৃষ্টির ফোটা পড়তে দেখা গেছে। বৃষ্টির পরও ঘরের চালা, গাছের পাতা, মাটিতে পড়া হলুদ বর্ণের বৃষ্টির ফোটাগুলো দেখা গেছে। হলুদ বৃষ্টির এ ফোটাগুলো শুকাতেও দীর্ঘ সময় লেগেছে বলে জানা গেছে। হলুদ বৃষ্টির ফোটা দেখার জন্য ফুলবাড়িতে আশপাশের এলাকার মানুষ ভীড় জমায়।
এ বিষয়ে চেয়ারম্যানপাড়ার মোন্নাফ আলী (৩৮) জানান, এর আগে ৬ মে মঙ্গলবার বিকালে আকাশ থেকে এমন হলুদ বর্ণের বৃষ্টির ফোটা পড়তে দেখা গেছে।
স্কুল ছাত্রী মিতি জানায়, তারা বিকালে বাড়ির আঙ্গিনায় বই নিয়ে পড়তে বসলে আকাশ থেকে বৃষ্টির মতো পড়া হলুদ ফোটায় তাদের বই-খাতা ভরে যায়। আবারো ৮ মে সকালে একইভাবে আকাশ থেকে হলুদ বৃষ্টির ফোটা পড়লে এলাকায় ”াঞ্চল্যের সৃষ্টি হয়। ওই এলাকার আশপাশের রাস্তাসহ সর্বত্র পড়ে থাকা হলুদ বৃষ্টির ফোটাগুলো দেখে অনেকেই এটিকে এসিড বৃষ্টি বা আল্লাহর গজব বলে অবহিত করেন।
উৎসঃ শীর্ষ নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন