সোমবার, ১২ মে, ২০১৪


ভিডিও >> টাকার জন্য এই প্রথম আর্মি অফিসার খুনি হয়েছে 12 May, 2014 বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। মুক্তিযুদ্ধে এই বাহিনীর অবদান সবচেয়ে বেশি। তারা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছে। অতীতে সেনাবাহিনীকে কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করেছে আবার সেনাবাহিনী রাজনীতিকে ব্যবহার করেছে। কিন্তু এই প্রথম বাংলাদেশে কোন আর্মি অফিসার টাকার বিনিময়ে খুনি হয়েছেন। বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের ফ্রন্ট লাইনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এ কথা বলেন। তিনি বলেন, অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল সাইদ তারেক একজন সিরিয়াল কিলার। তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর হত্যা অপরাধের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিরোধী দলের নেতা কর্মীদের নির্যাতন ও হত্যার সাথে তার নাম জড়িত রয়েছে। এবার নারায়ণগঞ্জের ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ার পরেও কেন কি কারণে তাকে গ্রেফতার করা হচ্ছে না তার কারণ বোধগম্য নয়। আসিফ নজরুল বলেন, সরকারের প্রভাবশালী মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা এই কারণে সাইদ তারেককে গ্রেফতার করা যাবে না এটা কোন কারণ হতে পারে না । ৫ জানুয়ারির নির্বাচনের আগে কয়েকটি খুনের ঘটনায় তার নামে অভিযোগ রয়েছে। ক্ষমতায় থাকার জন্য যদি এসব র‌্যাব দিয়ে খুন করানো হয় তাহলে সে যখন বিপদে পড়ে তখন চট করে তাকে গ্রেফতার করা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই বলছেন যেহেতু সে সেনানিবাসে বসবাস করছে এই অবস্থায় তাকে গ্রেফতার করা সহজ হবে না। তিনি বলেন, তাপস হত্যা প্রচেষ্টার অভিযোগে সেনানিবাস থেকে গ্রেফতারের নজির আছে। আর এখানে হত্যার অভিযোগে কেন গ্রেফতার করা যাবে না ? আসিফ নজরুল বলেন, সাইদ তারেক এসব কর্মকান্ড ঘটিয়ে সেনাবাহিনীর ইমেজ নষ্ট করেছে। সেনাবাহিনীর সদস্যরা র‌্যাব বা যেকোন সংস্থায় কাজ করুক তাদের মনে রাখা দরকার তারা সেনাবাহিনীর সদস্য। দেশের স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান সবচেয়ে বেশি এবং এজন্য মানুষ তাদের হৃদয়ে লালন করে। আলোচনায় অংশ নিয়ে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, র‌্যাবের সংস্কার প্রয়োজন। যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে র‌্যাব গঠন করা হয়েছিল তারা যেন পেশাগত দক্ষতা ও পেশাগত মান বজায় রেখে কাজ করতে পারে তার জন্য এই বাহিনীর সংস্কার প্রয়োজন। জঙ্গী ও সন্ত্রাস দমনে র‌্যাবের ভুমিকার জন্য এই বাহিনী মানুষের কাছে যথেষ্ট সম্মান অর্জন করেছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের পেশাগত কাজের চেয়ে অন্য বিষয়ে কাজে লাগানো হচ্ছে। কিন্তু রাষ্ট্র ও জনগণের স্বার্থে তাদের পেশাগত উৎকর্ষতা অবশ্যই প্রয়োজন। যে বাহিনীর যে কাজ করা দরকার তা বাদ দিয়ে যখনই অন্য কাজে তাদের লাগানো হয় তখন বিশৃঙ্খলা দেখা দেয়। তারই নিকৃষ্ট একটি উদাহরণ হচ্ছে নারায়ণগঞ্জের ঘটনা। হুমায়ুন কবির বলেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর এসব খবরে বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে। অর্থমন্ত্রী নিজেও বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। যেখানে দেশের ভেতরের মানুষ বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না সেখানে বিদেশিরা কিভাবে বিনিয়োগ করতে সাহস পাবে ? এসব ঘটনায় দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। আন্তর্জাতিক মহল নারায়ণগঞ্জের ঘটনাকে শুধু নারায়ণগঞ্জকে কেন্দ্র করে দেখছে না। তারা নারায়ণগঞ্জকে সমগ্র দেশের সাথে তুলনা করছে। সম্পূর্ণ ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন