সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিতে হবে: সম্মিলিত ইসলামিক জোট
May 10, 2014 by নিউজ ডেস্ক/মেহা in রাজনীতি with 0 Comments
ziaulনিউজ ইভেন্ট ২৪ ডটকম
ঢাকা
সম্মিলিত ইসলামিক জোটের সভাপতি জিয়াউল হাসান বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহির রাহমানির রাহিম বাদ দেয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বিসমিল্লাহর পরিবর্তে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আরম্ভ করছি- কথাগুলি সন্নিবেশ করতে হবে। পাশাপাশি ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ কথাটিও বাদ দিতে হবে।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ এট্টোসিটিজ অন মাইনোরিটিজ ইন বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা উপলক্ষে গোলটেবিল আলোচনায় তিনি এ দাবি করেন।
তিনি বলেন, কোরআন-হাদীস বা মদিনা সনদ কোথাও উল্লেখ নেই রাষ্ট্রধর্ম ইসলাম রাখতে হবে। মূলত: জামায়াত-শিবিরকে খুশি রাখাতে এটি করা হয়েছিল এবং এখনো তা বহাল রয়েছে।
জিয়াউল হাসান বলেন,৩০ লক্ষ মানুষ রাষ্ট্রধর্ম ইসলাম ও সংবিধানে বিসমিল্লাহ রাখার জন্য জীবন দেননি। তারা দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন। রাষ্ট্রধর্ম ইসলাম হলে মানুষের কী উপকার হয় তা স্পষ্ট নয়।
তিনি বলেন, শিগগিরই সাম্প্রদায়িক শক্তি জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা উচিত। স্বাধীন দেশে তাদের রাজনীতি করার অধিকার নেই।
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১০ মে, ২০১৪/১৫.০৪/মেহেদী হাসান
আরো খবর:
ইনুর স্বীকারোক্তি: সংখ্যালঘুদের ওপর হামলার মহাজোট সরকার জড়িত
পুলিশ প্রশাসন মামলার নামে হয়রানির বাণিজ্য করেছে: ড. মিজান
এবার তারেক রহমানের ডিএনএ টেস্টের দাবি!
র্যাব নিয়ে রাজনীত যারা করে তারা জঙ্গীবাদের দোসর: কামরুল
শিবিরকে প্রতিহতের হুমকি ঢাবি ছাত্রলীগের
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন