মঙ্গলবার, ৬ মে, ২০১৪


‘সেক্স জিহাদি’ আসলে পর্নো অভিনেত্রী ছিলেন
06 May, 2014 সিরিয়ায় ‘সেক্স জিহাদ’ করতে সৌদি আরব ত্যাগ করেন ‘আয়েশা’। সেখানে তিনি একজন ইসলামি যোদ্ধার সন্তান ধারণ করে গর্ভবতী হন। এমনই এক কাহিনী ইরানের কয়েকটি গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়। কিন্তু দেশটির ইন্টারনেট নজরদারিরা এটাকে সন্দেহজনক বলে ঘোষণা করে। খবর অবজারভার ফ্রান্স টোয়েন্টিফোর ডটকমের। বুলতান নিউজ নামের একটি ওয়েবসাইট গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে সৌদি তরুণী আয়েশা’র গল্প ছাপা হয়। প্রতিবেদনে বলা হয়, ‘বাশার আল- আসাদ শাসনের বিরুদ্ধে জিহাদকারীদের যৌন চাহিদা পূরণ করতে তিন মাস আগে আয়েশা সিরিয়ায় যান। তার মিশন শেষ করে ইসলামি যোদ্ধার সন্তান গর্ভে নিয়ে বাড়ি ফিরে আসেন।’ তবে ইরানি ব্লগাররা প্রমাণ করে, ওই প্রতিবেদনের জন্য যে ছবি ব্যবহার করা হয়েছে তা একটি পর্নোসাইট থেকে নেয়া। তাদের মতে, সিরিয়ার সরকারবিরোধীদের সম্মানহানি করতে ইরানি গণমাধ্যম এই গল্প ফেঁদেছে। সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার সরকার যে যুদ্ধ করছে, ইরানের শিয়া সরকার তার পক্ষ নিয়েছে। গত কয়েক মাস ধরে সিরিয়ার তথাকথিত ‘সেক্স জিহাদ’ এর গুজব ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট বিশ্বসযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। উৎসঃ অনলাইনবাংলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন