রুই-কাতলা পড়ে গেছে, সরকার ও হাসিনা হত্যাকারীদের দায়িত্ব নেবে না: সুরঞ্জিত
May 9, 2014 by নিউজ ডেস্ক/মেহা in বাছাইকৃত, রাজনীতি with 0 Comments
suronjitনিউজ ইভেন্ট ২৪ ডটকম
ঢাকা
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নারায়ণগঞ্জের সেভেন মার্ডারকে চাঞ্চল্যকর মামলায় অনেক বড় বড় রুই-কাতলা পড়ে গেছে, নূর হোসেনও অবিলম্বে গ্রেফতার হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, দ্রুত বিচার আইনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় এনে প্রমাণ করতে হবে অন্য কিছুতে সরকারের মন নেই। অপরাধীরা যত শক্তিশালী হোক, আঁকার ইঙ্গিতে বা অন্য কারো সঙ্গে সম্পর্ক থাকলেও তাদের বিচার হবে।
তিনি বলেন, সরকার ও শেখ হাসিনা হত্যাকারীদের দায়িত্ব নেবে না। শেখ হাসিনা টেইলার্স ব্যবসায়ী বিশ্বজিৎ হত্যা মমলার মতো নারায়ণগঞ্জের হত্যকাণ্ডের ঘটনায় দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন।
সুরঞ্জিত বলেন, র্যাব একটি এলিট ফোর্স। মাথাব্যথা করলে যদি মাথা কেটে ফেলা হয়, তাহলে সমাধান হয় না। তাই র্যাবকেও বাতিল করা যাবে না। শুধুমাত্র তাদের আইন মানতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/৯ মে, ২০১৪/১৪.৩১/মেহেদী হাসান
আরো খবর:
দেশে গুম ও অপহরণের মাত্রা বেড়ে গেছে : সুরঞ্জিত
গুম-অপহরণ সীমা অতিক্রম করেছে: সুরঞ্জিত
ভারতের সাথে বৈরী সম্পর্ক তৈরি করতেই বিএনপির লংমার্চ: সুরঞ্জিত
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রক্সি দিয়ে চলে না: সুরঞ্জিত
ক্ষমা না চাইলে খালেদা জিয়া ও তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা: সুরঞ্জিত
- See more at: http://www.newsevent24.com/2014/05/09/featured/129844#sthash.kgjoKoYe.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন