যৌনসুখে অতৃপ্ত: প্রেমিকের সহায়তায় স্বামীকে খুন!
May 11, 2014 by নিউজ ডেস্ক/মেহা in প্রতিবেশী with 0 Comments
porokiaপ্রতিবেশী ডেস্ক
নিউজ ইভেন্ট ২৪ ডটকম
যৌনসুখে অতৃপ্ত থাকার কারণে নৌবাহিনী স্বামীকে প্রেমিকের সহায়তায় খুন করলেন ১৭ বছর বয়সের স্ত্রী।
ভারতের দক্ষিণ-পশ্চিম দিল্লির ছাবনির সুব্রত পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের জানা গেছে, ১৭ বছর বয়সের স্ত্রী স্বামী থাকা সত্বেও অন্য একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জরিয়ে পরে আর এ ঘটনা জানাজানি হয়ে গেলে ওই প্রেমিকের সহায়তায় খুন করে নৌবাহিনী স্বামীকে।
পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন আর স্বামীর সঙ্গে যৌনসুখে অতৃপ্ত ছিলেন ওই নারী। সেই কারণে তিনি প্রতিবেশী একটি অল্প বয়সের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনা তার স্বামীর কাছে জানাজানি হয়ে যায়। এ বিবাহবর্হিভূত সম্পর্ক সামনে চলে আসতেই ভয়ে ওই নারী তার প্রেমিকের যোগসাজশে স্বামীকে খুন করার পরিকল্পনা করেন এবং সে মতো তাকে খুনও করা হয়। আর পুলিশ সবজেনে ওই নারী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে।
যদিও অভিযুক্ত নারী হত্যার ঘটনা অস্বীকার করে বলেন, তার স্বামীর মৃত্যু হৃদরোগের কারণে হয়েছে।
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১১ মে, ২০১৪/২২.৩৬/মেহেদী হাসান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন