মঙ্গলবার, ৬ মে, ২০১৪


সন্তান জন্মের পর পরকীয়ার জড়িয়ে পড়ে পুরুষ! May 6, 2014 by নিউজ ইভেন্ট ২৪ ডটকম/এআই in রকমারি with 0 Comments loveনিউজ ইভেন্ট ২৪ ডটকম রকমারি সন্তান জন্মের পর স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও মজবুত হয় এমনটাই সবাই জানে। কিন্তু এই ধারনা বদলে দিল ব্রিটেরে এক দল গবেষক। তাদের দাবি সন্তান জন্মের পর বেশিরভাগ পুরুষ পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। সম্প্রতি ব্রিটেনে পাঁচ হাজার পুরুষের উপর তারা গবেষণা চালিয়ে গবেষকরা বলেছেন, সন্তানের জন্মের ফলেই স্বামী স্ত্রীর সম্পর্কের দূরত্ব বাড়ে এবং এর কারণেই পরকীয়া প্রেমের সংখ্যা বাড়ছে। গবেষণায় জানানো হয়, ‘সন্তান জন্মানোর পর দম্পতিরা প্রাথমিক ভাবে বদলে যান। আগে যতটা সময় তারা একে অপরের সঙ্গে কাটাতেন তার সবটাই সন্তানের দেখভাল করতেই চলে যায়। এছাড়াও আর্থিক চাপ ও ক্লান্তির কারণেও সম্পর্কে দূরত্ব বাড়তে শুরু করে।’ গবেষণায় বেশির ভাগ পুরুষই জানিয়েছেন, সন্তান জন্মের পর স্ত্রীরা সাধারনত সন্তানের দেখভালেই ব্যস্ত থাকে। ফলে তারা বাড়ির বাইরে আনন্দ খোঁজার চেষ্টা করেন। নিউজ ইভেন্ট ২৪ ডটকম/৬ মে, ২০১৪/১৩.৩৫/আরিফুল ইসলাম আরো খবর: নিজের জন্মদিনেই বাবা হচ্ছেন অপূর্ব লিভ-টুগেদারের সন্তান বৈধ! ১০ বছর বয়সে মা! সুস্থ সন্তানের জন্ম দিতে পুরুষের করণীয় ১০ বছরে এক এক করে সাত সন্তানকে খুন করেছে এক মা! - See more at: http://www.newsevent24.com/2014/05/06/%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%95%E0%A7%80%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0/#sthash.3HgczIq6.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন