রবিবার, ১১ মে, ২০১৪


মাইক্রোবাস থেকে পড়ল জবাই করা লাশ মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 10 May 2014 23:05 BdST Updated: 11 May 2014 00:05 BdST মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চলন্ত মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা ফেলে গেছে এক যুবকের জবাই করা লাশ। নিহত মো. আপেল (৩০) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ টিলই গ্রামের মোজাম্মেল হকের ছেলে। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উমপাড়ায় লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান জানান, মাওয়া থেকে ঢাকাগামী একটি চলন্ত মাইক্রোবাস থেকে মহাসড়কের উপর আপেলের লাশটি ফেলে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। আপেলের পকেটে একটি মোবাইল ফোন পাওয়া যায়। মোবাইলের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। ওসি বলেন, কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা এখনো বলা যাচ্ছে না। লাশ শ্রীনগর থানায় রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন