শুক্রবার, ৯ মে, ২০১৪


প্রতিযোগীর মুখে দাড়ি পরনে নারীর বেশ, 'ইউরোভিশন'-এ সমালোচনার ঝড় 09 May, 2014
ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) এর সদস্য দেশগুলোর মধ্যে গানের প্রতিযোগীতামূলক অনুষ্ঠানটির নাম 'ইউরোভিশন সঙ কনটেস্ট'। এ বছরের প্রতিযোগীতায় আলোড়ন তুলেছেন অস্ট্রিয়া থেকে আগত ২৫ বছরের এক নারী। মুখ ভর্তি দাড়ি রয়েছে তার। আলোচনার কেন্দ্রবিন্দু এই নারীর নাম কনচিতা ওরস্ট। তার আসল নাম টম নিউরিথ। কনচিতার উপস্থিতি ইতিমধ্যে প্রতিযোগীতার আসরকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। একভাগে রয়েছেন রাশিয়ার সমকামবিরোধী আইনের পক্ষের লোকজন যারা কনচিতাকে সমকামিতার প্রতীক হিসেবে দেখছেন। অন্যপক্ষে রয়েছেন কনচিতার গানের ভক্তরা। রাশিয়ার সরকারের এক মুখপাত্র ভিটালি মিনোলভ বলেন, কনচিতা মানসিক বিকারগ্রস্ত মানুষ। তিনি তার দেশে কনচিতার পারফরমেন্স বয়কট করার আহ্বান জানান। কনচিতা সেকেন্ড সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছেন। গ্র্যান্ড ফিনালের প্রতিযোগী তিনি। ওয়াল স্ট্রিট জার্নাল এ ধরনের আলোচনা-সমালোচনা সৃষ্টির জন্য কনচিতাকে দায়ী করেছে। সূত্র : হাফিংটন পোস্ট উৎসঃ কালের কণ্ঠ প্রতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন