হাজারীবাগে স্যুটকেসের মধ্যে কিশোরীর লাশ উদ্ধার
তারিখ: ২০১৪-০৫-১১ ১৮:২৩:৩৮ | ১৩ বার পঠিত
0 people like this
ShareThis 2 0 0 Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»
ঢাকাঃ রাজধানীর হাজারিবাগ থেকে স্যুটকেস বন্দি কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে । আজ রোববার বিকেল ৩ টায় থানা এলাকার একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায় নি বলে জানায় পুলিশ।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, “ওই কিশোরীর বয়স ১০ থেকে ১১ বছর হতে পারে। বেলা তিনটায় হাজারীবাগের বেড়িবাঁধ কালোনগর এলাকার একটি ডোবায় নীল রঙের একটি স্যুটকেস ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্যুটকেসটি উদ্ধার করে এবং ভেতরে কিশোরীর লাশ দেখতে পায়।”
তিনি জানান, লাশটি বিকৃত ছিল। তার পুরো শরীর ওড়না দিয়ে পেঁচানো। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও ধরন জানা যাবে।
- See more at: http://bangla52.com/?p=details&id=1396#sthash.UrGQqSqJ.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন