হেফাজতের মিটিংয়ের জন্য ৪ রাত ঘুমাতে পারিনি : প্রবাসী কল্যাণমন্ত্রী
ফরিদপুর অফিস
১২ মে ২০১৪, সোমবার, ১০:৩৭
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ফরিদপুরে হেফাজতে ইসলামের মিটিংয়ের জন্য চার রাত আমি ঘুমাতে পারিনি। সবসময় চিন্তায় ছিলাম ওরা আবার কী করে বসে। মানবধর্মের ওপর তারা আবার আঘাত করে কি না এই চিন্তায় আমার ঘুম হয়নি। যেখানেই থাকি, যেভাবেই থাকি, কাউকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেবো না।
গত শনিবার সন্ধ্যায় ফরিদপুরের শ্রী অঙ্গন ধামে আয়োজিত এক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রভু জগদ্বন্ধু সুন্দর আজীবন মানবধর্ম প্রচার করেছেন। এই শ্রী অঙ্গনকে আমি রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। এখানে রাজনীতির কোনো স্থান নেই। সাংবিধানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণার একদিন আগেও আওয়ামী লীগ সরকার মতা হস্তান্তর করবে না বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
মহানাম সম্প্রদায় বাংলাদেশের সভাপতি কান্তিবন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার জামিল হাসান, পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা সিভিল সার্জন সিরাজুল ইসলাম তালুকদার ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোবারক মিয়া বাবু। স্বাগত বক্তব্য দেন শ্রী অঙ্গন মহানাম সম্প্রদায়ের সাধারণ স¤পাদক শ্রীমত বন্ধুসেবক ব্রহ্মচারী। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন শ্রী অঙ্গন মহানাম সম্প্রদায়ের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, শ্রী অঙ্গন মহানাম সম্প্রদায়ের সেবাইত মানসবন্ধু ব্রহ্মচারী, শ্রী অঙ্গন মহানাম সম্প্রদায়ের নির্বাহী সদস্য যশোদাজীবন দেবনাথ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন