বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪


সাত খুনের ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 2014-05-07 14:17:28.0 BdST Updated: 2014-05-07 15:08:13.0 BdST গত ৩০ এপ্রিল নদী থেকে লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারি গত ৩০ এপ্রিল নদী থেকে লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারি নারায়ণগঞ্জের কাইন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত খুনের ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করেছে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। খুনিরা ‘দক্ষ-পেশাদার’ 2014-05-06 20:59:21.0 জেলা সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার কাছে প্রতিবেদনটি দেন ময়নাতদন্তকারী চিকিৎসক বোর্ডের প্রধান নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক মো. আসাদুজ্জামান মিয়া। প্রতিবেদন পেয়ে তিনি সাংবাদিকদের বলেন, “৩০ এপ্রিল রাত থেকে সকালের মধ্যে তারা সাতটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন। তদন্তের সময় থেকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে তাদেরকে হত্যা করা হয়েছে।” “সবাইকে ২৭ এপ্রিল বিকেলে অপহরণ করা হয়, তাই ধারণা করা হচ্ছে অপহরণের পর পরই তাদেরকে মাথায় আঘাতের পর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার আগের অজ্ঞান করার জন্য মাথায় আঘাত করা হয়। লাশ যাতে ভেসে না উঠে তাই লাশের পেট নাভীর নিচে ফুটো করে দেয়া হয়েছে।” তার মতে দক্ষ, পেশাদার ও প্রশিক্ষিত লোকজন ছাড়া এমন হত্যাকাণ্ড সম্ভব নয়। প্রতিবেদনের একটি বন্দর থানায় এবং আরেকটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হবে বলেও তিনি জানান। বাংলাদেশের আরো খবর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন