হাসপাতালে যুবককে যৌন নির্যাতন করলেন মহিলা ডাক্তার!
May 9, 2014 by নিউজ ডেস্ক/এমএ in প্রতিবেশী with 0 Comments
এক আত্মীয়াকে নিয়ে হাসপাতালে এসেছিলেন ৩০ বছরের এক যুবক। তিনি ওই রোগীকে হাসপাতালে ভর্তিও কারান। কয়েকদিন পর সন্ধ্যার দিকে ওই যুবককে ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে পাঠান চিকিৎসক।
তখন ওই চিকিৎসক তাকে বলেন, ‘আত্মীয়ার সুচিকিৎসার জন্য তোমার রক্তচাপ মাপা জরুরি।’ পরে তাকে হাসপাতালের দোতলায় নিয়ে যায় সেই চিকিৎসক। সেখানে একটি রুমে নিয়ে তাকে ‘পরীক্ষার’ জন্য পোশাক খুলতে নির্দেশ দেন। এরপর সেই চিকিৎসক নিজেও পোশাক খুলে তার সঙ্গে ‘বাজে কাজকর্মে’ লিপ্ত হন বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি গত মঙ্গলবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী রোগ বিভাগে ঘটে। এমনকি সেই ঘটনার কথা পুলিশকে যাতে না জানানো হয় সে জন্য কর্তৃপক্ষের একাংশ ওই যুবককে চাপও দিচ্ছে বলে অভিযোগ।
তবে ঘটনার বিচার চেয়ে ওই যুবক লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্টের কাছে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। চিকিৎসক বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন, উল্টো হেয় প্রতিপন্ন করা হচ্ছে নিগৃহীত যুবককে।
আরো খবর:
রাজধানীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
অভিযোগ থেকে বাঁচতে বারডেমের চিকিৎসকদের নাটক!
ছেলের হাতে বাবা খুন
আল্লামা সাঈদীর মামলার বাদী হাসপাতালে, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
ছাত্রলীগ নেতার ইভটিজিং সইতে না পেরে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা
- See more at: http://www.newsevent24.com/2014/05/09/others/neighbour/129763#sthash.ZDalo6ff.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন