শনিবার, ১০ মে, ২০১৪


বিমানের গতি ১৯ হাজার মাইল সিটিজিনিউজ ডট কম | প্রকাশিত হয়েছে : মে ৯, ২০১৪ | ৭:৫৭ পূর্বাহ্ণ Share via email Share 18_71405ইন্টারন্যাশনাল ডেস্ক :: কনকর্ডের চেয়েও দ্রুতগতির বাণিজ্যিক বিমান তৈরি করতে চান যুক্তরাজ্যের কোটিপতি ব্যবসায়ী ও উদ্যোক্তা স্যার রিচার্ড ব্রানসন। ওই বিমানটি ঘণ্টায় ১৯ হাজার মাইল বেগে উড়বে। নিউইয়র্ক থেকে টোকিও এক ঘণ্টারও কম সময় লাগবে। আমাদের ভাবনার চেয়েও কম সময়ের মধ্যে এই প্রযুক্তি আসবে। সম্প্রতি সিএনবিসি টিভিকে এ প্রত্যাশার কথা জানিয়েছেন ভার্জিন গ্রুপের প্রধান ব্রানসন। সম্প্রতি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ব্রানসন জানান, মহাকাশ পর্যটন প্রকল্পের কাজ চলছে। ওই কাজ শেষে হলেই সুপারসনিক বাণিজ্যিক বিমান নির্মাণের দিকে মনোযোগ দেবেন তিনি। তার স্বপ্নের বিমান ঘণ্টায় ১৯ হাজার মাইল বেগে উড়বে। এ প্রসঙ্গে তিনি বলেন, মহাকাশ প্রকল্প শেষ করে আমরা সুপারসনিক বিমান নির্মাণ করব। কনকর্ড বিমানের চেয়েও ওই বিমান অনেক বেশি দ্রুত বেগে চলবে। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বাণিজ্যিক বিমান ছিল কনকর্ড। নিউইয়র্ক ও লন্ডনের মধ্যে ওই বিমান চলাচল করত। প্রায় এক দশক আগে ব্রিটিশ এয়ার ওয়েজ ওই বিমানের চলাচল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে। সূত্র : ডেইলি মেইল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন