সোমবার, ৫ মে, ২০১৪


বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, সহযোগী গ্রেপ্তার 05 May, 2014 কালিয়াকৈরে বাড়িতে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণ করে বখাটে শাওন আহাম্মদ (২২)। এ ঘটনায় সহযোগিতা করায় পুলিশ সোমবার এক নারীকে গ্রেপ্তার করেছে। তার নাম হাবিবা আক্তার। সে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধমলীজুরী গ্রামের মোসলেহউদ্দিনের মেয়ে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর ফারুক জানান, কালিয়াকৈরের হরিণহাটি এলাকার মল্লিক মিয়ার বখাটে ছেলে শাওন আহাম্মদ রোববার দুপুরে তার সহযোগি হাবিবার মাধ্যমে ওই তরুণীকে কৌশলে নিজ ঘরের ভেতর ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক শাওন দৌঁড়ে পালিয়ে যায়। এঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে ধর্ষক শাওন ও তার সহযোগী হাবিবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ সোমবার সকালে হাবিবাকে গ্রেপ্তার করে। বাংলামেইল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন