শনিবার, ১০ মে, ২০১৪


সংবিধান থেকে বিসমিল্লাহ ও ইসলাম বাদ দেওয়ার দাবি ইসলামিক জোটের
10 May, 2014 সম্মিলিত ইসলামিক জোটের সভাপতি জিয়াউল হাসান বলেছেন, বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহির রাহমানির রাহিম বাদ দিতে হবে। পরিবর্তে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আরম্ভ করছি- কথাগুলি সন্নিবেশ করতে হবে। পাশাপাশি রাষ্ট্রধর্ম ইসলাম এ কথাটিও বাদ দিতে হবে। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ এট্টোসিটিজ অন মাইনোরিটিজ ইন বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত গোল টেবিল আলোচনায় তিনি এই অভিমত ব্যক্ত করেন। জিয়াউল হাসান বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম রাখতে হবে এটি কোরআন-হাদীসের কোথাও উল্লেখ নেই। মদিনা সনদেও এমন কথা নেই। মূলত: জামায়াত-শিবিরকে খুুশি রাখার উদ্দেশ্যে এটি করা হয়েছিল এবং এখনো তা বহাল রাখা হয়েছে। তিনি আরো বলেন, দেশের ৩০ লক্ষ মানুষ রাষ্ট্রধর্ম ইসলাম ও সংবিধানে বিসমিল্লাহ রাখার জন্য তাদের জীবন দেননি। তারা দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন। রাষ্ট্রধর্ম ইসলাম হলে মানুষের কী উপকার হয় তা স্পষ্ট নয়। দেশে সংঘটিত দাঙ্গা-হাঙ্গামার জন্য জামায়াত শিবিরকে দায়ী করে জিয়াউল আহসান বলেন, এই সাম্প্রদায়িক শক্তির কর্মকা- নিন্দনীয়। শিগগির এই সাম্প্রদায়িক শক্তিকে নিষিদ্ধ করা উচিত। স্বাধীন দেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন সুরঞ্জিত সেনগুপ্ত, নুরে আলম লেনিন , অধ্যাপক আনিসুজ্জামান, জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অর্থনীতিবিদ রেহমান সোবহান , প্রাবন্ধিক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, রওনক জাহান, সাংবাদিক অজয় দাস গুপ্ত প্রমুখ। জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবিটি সমর্থন করে অন্যরাও বক্তব্য দেন। উৎসঃ রাইজিংবিডি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন