বৃহস্পতিবার, ১ মে, ২০১৪


আজ থেকে ব্রুনাইয়ে ইসলামী শরীয়াহ আইন কার্যকর শুরু ৷৷ Tweet8 image পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে আজ থেকে ইসলামী শরিয়া আইন কার্যকর শুরু হতে যাচ্ছে ৷৷ ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়াহ তার দেশে ইসলামী শরিয়াহ আইন চালুর ঘোষণা দেন ৷৷ ১ মে থেকেই এই আইন কার্যকর শুরু হলেও সব বিধান প্রয়োগ করা হবে ২০১৫ সাল থেকে। ৬৭ বছর বয়স্ক সুলতান বলকিয়াহ বুধবার বলেন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে ১ মে থেকে শরিয়াহ আইনের প্রথম ধাপ বাস্তবায়নের ঘোষণা দিচ্ছি। পর্যায়ক্রমে ইসলামী শরিয়াহ আইনের বাকি বিধান কার্যকর করা হবে। ১ মে থেকে বিবাহ-বহির্ভূত গর্ভধারণ, জুমার নামাজ না পড়া, অন্য কোনো ধর্ম প্রচার শাস্তিযোগ্য অপরাধ বিবেচিত হবে। ১২ মাস পর শরিয়াহ আইনের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন শুরু হবে। তখন চুরির শাস্তি হাতকাটা এবং মদপানের শাস্তি চাবুক মারা কার্যকর হবে। চূড়ান্ত পর্যায়ে ব্যাভিচারের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হবে। পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ব্রুনাই ইসলামি আইন জারি করল। বিপুল তেল ও গ্যাস সম্পদের ওপর নির্ভরশীল দেশটির তিন-চতুর্থাংশ লোক মালয় মুসলমান। বাকিরা প্রধানত বৌদ্ধ ও খ্রিস্টান। সূত্র : ডেইলি মেইল। http://www.insaf24.com/archives/459

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন