তরুণীর বাথরুমে সিসিটিভি ক্যামেরা!
January 8, 2014 by নিউজ ডেস্ক/
bathroom-cc-cameraনিউজ ইভেন্ট ২৪ ডটকম
রকমারি ডেস্ক
তরুণীর বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কারাগারে গেলেন বাড়িওয়ালা। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের রামমোহন ঘোষ রোড এলাকায়। ওই তরুণী বাড়িটিতে ‘পেয়িং গেস্ট’ হিসেবে থাকতেন।
জানা গেছে, একটি বেসরকারি সংস্থায় কাজ করেন তরুণীটি। একদিন হঠাৎ তিনি বাথরুমের সিলিংয়ের দেওয়ালের এককোণে ক্যামেরার লেন্স দেখতে পান। আর তখুনি তিনি হাজির হন ভবানীপুর থানায়। অভিযোগ পেয়ে পুলিশ বাথরুম থেকে উদ্ধার করে ওই ক্যামেরা।
তদন্তে বেরিয়ে এলো, মধ্যবয়স্ক বাড়িওয়ালা হরিন্দর সিং দেওল নিজের ঘরে বসে ল্যাপটপের মাধ্যমে সিসিটিভির ফুটেজ রেকর্ড করতেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বাড়িওয়ালা। তিনি পুলিশকে বলেন, ওই ক্যামেরা কে লাগিয়েছে আমার জানা নেই।
মঙ্গলবার পুলিশ হরিন্দর সিং দেওলকে গ্রেফতার করেছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/০৮ জানুয়ারি, ২০১৪/১৯.৪১/মেহেদী হাসান
- See more at: http://www.newsevent24.com/2014/01/08/%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF/#sthash.Eyraubnq.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন