সোমবার, ৫ মে, ২০১৪


মোবাইলে একটি ফোনকল.. অতঃপর বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ
05 May, 2014 চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় নিজ বাসা থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মৃত উম্মে কুলসুম রিমির (২৭) বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ বর্ষের ছাত্রী ও ডেন্টাল সার্জন ডা. আবদুল্লাহ আল মামুনের স্ত্রী। পুলিশ জানায়, থানার বিশ্ব কলোনীর সেভেন মার্কেট সংলগ্ন এল ব্লকের নিজবাসা থেকে সোমবার ভোর ৪টার দিকে রিমি নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মৃতদেহটি ঝুলছিল। স্বামীর সঙ্গে কলহের জের ধরে রিমি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে রিমির স্বামী মামুনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নিহতের স্বামীর বরাত দিয়ে পুলিশ জানান, টাঙ্গাইলের দিঘর এলাকার বাসিন্দা মামুনের সঙ্গে ২০১০ সালে প্রেম করে বিয়ে করেন জামালপুর কুমারপাড়া এলাকার হারুনুর রশিদের কন্যা রিমি। বিশ্ব কলোনীর এল ব্লকের নিজ ভবনের তিনতলায় তারা বসবাস করতেন। রবিবার রাত ১২টার দিকে রিমির মোবাইলে একটি ফোন আসে। এই ফোনের জের ধরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। মামুন জানান, ঝগড়ার এক পর্যায়ে তিনি ঘর থেকে বেরিয়ে এলে দরজা বন্ধ করে দেন রিমি। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে তিনি ভেতরে ঢুকে রিমিকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে আকবরশাহ থানাকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন