বাস্তব জীবনে চিত্রনায়িকা মাহীর গোপন বিয়ে ও পরকীয়ার খবর ফাঁস!
05 May, 2014
ফাঁস হয়ে গেছে ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহীর গোপন বিয়ে ও বিয়ে পরবর্তী পরকীয়া প্রেমের খবর।
রিমান্ডে জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ার এমন তথ্যই জানিয়েছে পুলিশকে। পুলিশের একটি সূত্র জানিয়েছে এমন তথ্য।
রিমান্ডে শীষ পুলিশকে জানায়, তিনি জাজ মাল্টিমিডিয়ার সামান্য একজনন কর্মচারী। আর এর স্বত্বাধিকারী আবদুল আজিজ।
শীষ পুলিশকে জানিয়েছেন, এই আজিজের সঙ্গেই গোপনে বিয়ে করে ফেলেছেন মাহিয়া মাহী। আজিজের সঙ্গে বিয়ে হওয়ার পরও মাহিয়া মাহির সঙ্গে হিসাবরক্ষক আবু বকর সবুজের একটা সম্পর্ক গড়ে ওঠে। যা এক সময় আবদুল আজিজ জেনে যান। জাজের হিসাবরক্ষক আবু বকর সবুজের নিখোঁজ হওয়ার সঙ্গে এর কোন যোগসূত্র থাকতে পারে বলে শীষ মনোয়ার পুলিশকে জানান। এছাড়া মাহিয়া মাহী সম্পর্কে পুলিশকে আরও নানা তথ্য দিয়েছেন ঢালিউডের প্রভাবশালী এ প্রযোজক।
এদিকে বিভিন্ন গণমাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহি পলাতক বলে সংবাদ পরিবেশন হওয়ার পর পরিচালক সাফিউদ্দিন সাফি জানান, মাহি তার পরিচালিত ‘বিগব্রাদার’ ছবির শুটিং করছেন হাতিরঝিলে। মাহির পালিয়ে যাওয়ার কোন কারণ নেই। তিনি বহাল তবিয়তে শুটিং করছেন।
এদিকে জাজ মাল্টিমিডিয়ার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন কুচক্রী মহল প্রতিষ্ঠানের সিইও এবং প্রযোজক শীষ মনোয়ারকে ফাঁসিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। রবিবার সন্ধ্যায় মগবাজারে জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাজ মাল্টিমিডিয়ার মিডিয়া অফিসার মুন্তাহিদুল লিটন জানান, প্রতিষ্ঠানের হিসাবরক আবুবকর সবুজ গত ২৬ এপ্রিল নিখোঁজ হন। পরে এ ঘটনায় রমনা থানায় এ সংক্রান্ত একটি জিডি করা হয়। সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এদিকে সবুজের পরিবার অজ্ঞাতদের আসামি করে মিরপুর থানায় একটি অপহরণ মামলা করে। ওই দিন জিজ্ঞাসাবাদের জন্য শীষ মনোয়ারকে ধরে নিয়ে যায় মিরপুর থানা পুলিশ। তবে কোনো সংশ্লিষ্টতা না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ২ মে আবারও তাকে থানায় যেতে বলে পুলিশ। থানায় গেলে তাকে আটক করা হয়। এর পরদিন তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তিনি বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন