রুচি যেখানে রুগ্ন, নগ্নতা সেখানে শিল্প
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০৩ মে, ২০১৪, ০২:৫১:০৫ দুপুর
<< আগের পোস্ট
পরের পোস্ট >>
যে দেশে গুণীর মর্যাদা নেই, সে দেশে গুণীর জন্ম কদাচিৎ হয়। এটি আজ চরমভাবে প্রযোজ্য বাংলাদেশ এর ক্ষেত্রে।
মাত্র কয়দিন আগে না ফেরার দেশে চলে গেলেন শিল্পী বশির আহমেদ। কালজয়ী এ শিল্পীকে নতুন করে পরিচয় দেয়ার কিছু নেই। সেই ষাটের দশক হতে একের পর এক অসাধারণ গানে সমৃদ্ধ করেছেন এদেশের রুচিশীল শ্রোতাদের সঙ্গীত জগতকে। রোমান্স, হৃদয়ে হাহাকার জাগানো বিরহের সুর,...... কি নেই বশির আহমেদ আর গানে? যারা ধর্মীয় কারণে সঙ্গীত পছন্দ করেননা তাঁরাও খালি গলায় গুণগুণ করে উঠেন বশির আহমেদ এর প্রিয় সুরগুলো নিয়ে।
প্রয়াত বশির আহমেদ এর কালজয়ী সে বিরহের সুরগুলো কি ভুলা যায়?
“ডেকোনো আমারে তুমি....”, “অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়......”, “সজনী গো ভালবেসে এত জ্বালা কেন বলোনা.......”, কিংবা “যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি.......”।
অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায়
মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।।
আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাজে
বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে
গাইবে না সে গান আমারই দূর আকাশের গায়ে
মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।।
কত সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরে
চিনেছিলাম দুজনারে কত আপন করে
মিলন মালা আজ খুলে গো যায় সে চলে যায়।।
না, এ মহাপ্রয়াণে কোনো শোকের ছায়া পড়েনি সঙ্গীতাঙ্গনে। পত্রিকাগুলো পাতায় পাতায় বিশেষ ক্রোড়পত্র, স্মৃতিচারণা কিংবা প্রশংসামূলক লেখায় মেতে উঠেনি। শোকদিবস প্রকাশ করেনি সরকার, কোনো বাণী বর্ষণ করেনি সুশীল সমাজ। কারণ বশির আহমেদ যে তথাকথিত চেতনার ফেরী করেননি, ছায়ানট মারাননি জীবনে। তিনি যে আত্মসম্মান বিকিয়ে তৈলমর্দন করেননি সে দালালশ্রেণীকে!
বশির আহমেদ এর জন্য শুধু নিরবে নিভৃত্তে অশ্রু ফেলেছে এদেশের সুস্থ সংগীত প্রেমিক কোটি রুচিশীল শ্রোতা হৃদয়। আল্লাহ মরহুমকে ক্ষমা করে বেহেশতে স্থান দিন।
এদেশের সঙ্গীত, সংস্কৃতি, চিত্রকলা- যাই বলুননা কেন, সব আজ ন্যাংটাদের দখলে। নগ্নতার জয়জয়কার আজ সর্বত্র। ন্যাংটারতো আর বাটপারের ভয় নেই। সে তো লেজকাটা শিয়াল। তাই নিজের নগ্নতাকে ছলে বলে কৌশলে সে ছড়িয়ে দেয় সমাজের সর্বত্র। কারণ নগ্নতা প্রতিষ্ঠিত হয়ে গেলে ন্যাংটা সুপারস্টার খ্যাতি পাবে। ন্যাংটা বলে তাকে আর কেউ লজ্জা দিবেনা, ন্যাংটা হওয়ার প্রতিযোগিতায় তখন সবাই মাতবে।
[b]যে মাতবেনা সে হবে ব্যাকডেটেড, আনকালচার্ড।[/b]
বিষয়: সাহিত্য
Share on facebook Share on email Share on print
৩৮৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
১
216893
০৩ মে ২০১৪ দুপুর ০৩:১৮
হতভাগা লিখেছেন : এন্ড্রু কিশোর , কুমার বিশ্বজিত , সুবীর নন্দী , সাবিনা , রুনা .... এদের গান অনেক আইডলদের গাইতে দেখেছি ।
কিন্তু বশির আহমেদের গান সেরকম ভাবে কোন আইডলকে গাইতে দেখা যায় নি ।
কোন এক আউডল অনুষ্ঠানে এক আইডল বশির আহমেদের গান গাইলে কুমার বিশ্বজিত/এন্ড্রু কিশোর তার তারিফ করে বলেছিলেন যে , বশির আহমেদের গান গুলো গাওয়া সত্যি কঠিন ।
**************************************************************
মমতাজ মনে হয় ল্যাংটা বাবারে নিয়া কিছু কইতে চাইছে । দেখেন না পিছনে মাজারের মত কিছু একটা দেখা যায় ।
০৩ মে ২০১৪ দুপুর ০৩:৩৫
165109
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সত্যিই। এমন হৃদয়ছোঁয়া গান গাইতে প্রয়োজন পরিমিত আবেগ আর তাঁর গানের সঠিক উপলব্ধির।
মমতাজ এর কথা কি আর বলবো? সঙ্গীত জগতকে কলুষিত করতে কিছু আর বাকী রাখেনি।
২
216899
০৩ মে ২০১৪ দুপুর ০৩:৪৩
শিশির ভেজা ভোর লিখেছেন : মানুষের ভিতর থেকে যখন নৈতিকতা দুর হয়ে যায় তখন সেখানে বাসা বাধে নগ্নতা আর অসভ্যতা। তাছাড়া উন্নত শিক্ষাও একটা বড় ফ্যাক্টর।
০৩ মে ২০১৪ বিকাল ০৪:০৯
165123
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হুম।
৩
216909
০৩ মে ২০১৪ বিকাল ০৪:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশের যা অবস্থা!!!
এমপিরা ল্যাংটা বাবার কাছে যাবে নাত কি??
০৩ মে ২০১৪ বিকাল ০৪:০৯
165122
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ল্যাংটাকে ধরে এমপি বানালে তো এটাই হবে। না কি বলেন?
৪
216924
০৩ মে ২০১৪ বিকাল ০৪:২১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন