বক্ষবন্ধনীর ১০০ বছর
ব্রা বা বক্ষবন্ধনীর ১০০ বছর পূর্তির খবরটা রোমাঞ্চকর থেকে রাজনৈতিক, সব কিছুই হতে পারে৷ নারীত্ব থেকে নারীবাদ, যৌনতা থেকে পুরুষ-শাসিত সভ্যতা, সবকিছুর প্রতীক হতে পারে এই ছোট্ট, অথচ মহিলাদের কাছে প্রায় অপরিহার্য এই পরিধেয়টি৷
Femen in Paris
নারীবাদ ও নারীদেহ
নারীমুক্তি ও নারীস্বাধীনতা আন্দোলনের সমাপ্তি ব্রা-তে কিংবা ব্রা পোড়ানোতেই নয়৷ নারীদেহই এখন সেই প্রতিবাদ-প্রতিরোধের প্রতীক, যেমন ইউক্রেনের ‘ফেমেন’ গোষ্ঠীর আন্দোলনে৷ ছবিতে আন্দোলনকারীরা প্যারিসের রাজপথে প্রতিবাদ জানাচ্ছেন
বক্ষবন্ধনীর ১০০ বছর
ব্রা বা বক্ষবন্ধনীর ১০০ বছর পূর্তির খবরটা রোমাঞ্চকর থেকে রাজনৈতিক, সব কিছুই হতে পারে৷ নারীত্ব থেকে নারীবাদ, যৌনতা থেকে পুরুষ-শাসিত সভ্যতা, সবকিছুর প্রতীক হতে পারে এই ছোট্ট, অথচ মহিলাদের কাছে প্রায় অপরিহার্য এই পরিধেয়টি৷
Büstenhalter in unterschiedlichen Farben
একটি অপরিহার্য বস্ত্র
প্রতিদিন সারা বিশ্বের কোটি কোটি মহিলা যে অন্তর্বাসটি পরিধান করে থাকেন, ইংরিজিতে যার নাম ব্রাসিয়ের কিংবা ব্রা, সেই বক্ষবন্ধনীর পেটেন্ট নথিভুক্ত করা হয় আজ থেকে ঠিক ১০০ বছর আগে, ১২ই ফেব্রুয়ারি ১৯১৪ তারিখে৷
বক্ষবন্ধনীর ১০০ বছর
ব্রা বা বক্ষবন্ধনীর ১০০ বছর পূর্তির খবরটা রোমাঞ্চকর থেকে রাজনৈতিক, সব কিছুই হতে পারে৷ নারীত্ব থেকে নারীবাদ, যৌনতা থেকে পুরুষ-শাসিত সভ্যতা, সবকিছুর প্রতীক হতে পারে এই ছোট্ট, অথচ মহিলাদের কাছে প্রায় অপরিহার্য এই পরিধেয়টি৷
Caresse Crosby aka Mary Phelps Jacob
দেড় হাজার ডলার মূল্যের একটি পেটেন্ট!
ব্রাসিয়েরের স্রষ্টা মেরি ফেল্পস জেকব একশো বছর আগে ব্রা-এর পেটেন্ট নথিভুক্ত করেন: তখন তাঁর বয়স ২৩ বছর৷ পরে মাত্র দেড় হাজার ডলার মূল্যে সেই পেটেন্ট আবার বেচেও দিয়েছিলেন মেরি৷
বক্ষবন্ধনীর ১০০ বছর
ব্রা বা বক্ষবন্ধনীর ১০০ বছর পূর্তির খবরটা রোমাঞ্চকর থেকে রাজনৈতিক, সব কিছুই হতে পারে৷ নারীত্ব থেকে নারীবাদ, যৌনতা থেকে পুরুষ-শাসিত সভ্যতা, সবকিছুর প্রতীক হতে পারে এই ছোট্ট, অথচ মহিলাদের কাছে প্রায় অপরিহার্য এই পরিধেয়টি৷
Deutschland Geschichte Demonstration Frauenwahlrecht
প্রথম আধুনিক বক্ষবন্ধনীর জন্মমুহূর্তে
সে আমলে মহিলারা পোশাকের তলায় যে বস্তুটি ধারণ করতেন, তাকে বলা হতো ‘কর্সেট’৷ সেটা ছিল এক ধরনের বর্ম, তিমি মাছের হাড় দিয়ে তৈরি হুপ যুক্ত৷ কাজেই মেরির সৃষ্টি ছিল সে তুলনায় নারী মুক্তির সমতুল৷ ছবিতে জার্মান মহিলারা ১৯১২ সালে জার্মানিতে মহিলাদের ভোট দেবার অধিকারের দাবিতে আন্দোলন করছেন৷
বক্ষবন্ধনীর ১০০ বছর
ব্রা বা বক্ষবন্ধনীর ১০০ বছর পূর্তির খবরটা রোমাঞ্চকর থেকে রাজনৈতিক, সব কিছুই হতে পারে৷ নারীত্ব থেকে নারীবাদ, যৌনতা থেকে পুরুষ-শাসিত সভ্যতা, সবকিছুর প্রতীক হতে পারে এই ছোট্ট, অথচ মহিলাদের কাছে প্রায় অপরিহার্য এই পরিধেয়টি৷
BH wird 100 Jahre BH Verbrennung
বক্ষবন্ধনী, নাকি শুধুই বন্ধন?
ষাটের দশকে নারীমুক্তি আন্দোলন যখন চরমে, তখন আবার ইউরোপ-অ্যামেরিকায় ঐ মহিলারাই তাঁদের ব্রা পুড়িয়ে পুরুষ-শাসিত সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানান৷ ছবিতে ২৩ বছর বয়সি ডায়ান ম্যাথিউস ১৯৭২ সালে লন্ডনে ব্রা পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন৷
বক্ষবন্ধনীর ১০০ বছর
ব্রা বা বক্ষবন্ধনীর ১০০ বছর পূর্তির খবরটা রোমাঞ্চকর থেকে রাজনৈতিক, সব কিছুই হতে পারে৷ নারীত্ব থেকে নারীবাদ, যৌনতা থেকে পুরুষ-শাসিত সভ্যতা, সবকিছুর প্রতীক হতে পারে এই ছোট্ট, অথচ মহিলাদের কাছে প্রায় অপরিহার্য এই পরিধেয়টি৷
Ägypten Unruhen in Kairo Frau im blauen BH als Symbol des Widerstand Demonstration
বক্ষবন্ধনী আবার প্রতিবাদের প্রতীক হতে পারে
দেশ, সংস্কৃতি ও কাল একটি প্রতীকের অর্থ ও তাৎপর্য নির্ধারণ করে৷ মিশরের সাম্প্রতিক আন্দোলনে নীল রঙের ব্রা পরে আন্দোলনে নেমেছিলেন মহিলারা৷
বক্ষবন্ধনীর ১০০ বছর
ব্রা বা বক্ষবন্ধনীর ১০০ বছর পূর্তির খবরটা রোমাঞ্চকর থেকে রাজনৈতিক, সব কিছুই হতে পারে৷ নারীত্ব থেকে নারীবাদ, যৌনতা থেকে পুরুষ-শাসিত সভ্যতা, সবকিছুর প্রতীক হতে পারে এই ছোট্ট, অথচ মহিলাদের কাছে প্রায় অপরিহার্য এই পরিধেয়টি৷
Floral Fantasy Bra Victoria's Secret Alessandra Ambrosio
অকল্পনীয় সম্পদ
ব্রা চিরকালই পরিধেয় বস্ত্র ও প্রতীক: নারী ও পুরুষের যৌনতা তার মধ্য দিয়ে প্রকাশ পায়৷ অপরদিকে সেই ব্রা-কেই আবার নারীবাদীদের কোপে পড়তে হয়৷ পুঁজিবাদের আমলে মহিলাদের অন্তর্বাস নির্মাতা মার্কিন কোম্পানি ভিক্টোরিয়া’স সিক্রেট-এর এই মণি-মাণিক্য-খচিত ফ্লোরাল ফ্যান্টাসি ব্রা-টির দাম ২৫ লাখ ডলার৷
বক্ষবন্ধনীর ১০০ বছর
ব্রা বা বক্ষবন্ধনীর ১০০ বছর পূর্তির খবরটা রোমাঞ্চকর থেকে রাজনৈতিক, সব কিছুই হতে পারে৷ নারীত্ব থেকে নারীবাদ, যৌনতা থেকে পুরুষ-শাসিত সভ্যতা, সবকিছুর প্রতীক হতে পারে এই ছোট্ট, অথচ মহিলাদের কাছে প্রায় অপরিহার্য এই পরিধেয়টি৷
Mode Indien - Besticktes Sisal-Bustier
বক্ষবন্ধনী যেমন আন্তর্জাতিক, তেমনই দেশজ
পরিবেশ সচেতনতা থেকে দেশজ সংস্কৃতির ছোঁয়া লেগেছে শিশলের তৈরি এই ভারতীয় ব্রা-টিতে৷