রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪


মানিকগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ : রায় ১৩ ফেব্রুয়ারি
09 Feb, 2014 চাঞ্চচল্যকর ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে পোশাক শ্রমিক ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। রোববার যুক্তিতর্ক শেষে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান এই রায়ের দিন ধার্য্য করেন। মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৪ জানুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তরা ব্রিজের মধ্যবর্তী স্থানে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন সাভারের একটি গার্মেন্টস কারখানার নারী শ্রমিক। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আটক করা হয় বাস চালক দিপু মিয়া ও বাসের সহকারী কাশেমকে। আটককৃতরা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে ঘটনার ১৪ দিন পর গত বছরের ৮ ফেব্রুয়ারি আদালতে ওই দুই জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মানিকগঞ্জ জেলার পিপি এ্যাডভোকেট আবদুস সালাম জানান, মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী বাসের চালক দিপু মিয়ার সহযোগিতায় হেলপার কাশেম ওই নারী শ্রমিককে ধর্ষণ করে। আসামিদের জবানবন্দিসহ যে সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে তাতে সর্বোচ্চ শাস্তি আশা করছেন তিনি। তিনি জানান, জাতীয় মহিলা আইনজীবী সমিতি এই মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিত করেছে। উৎসঃ শীর্ষ নিউজ Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন