শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪


জাওয়াহিরির কথিত অডিও বার্তার সাথে হেফাজতের কোন সম্পর্ক নেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বসহ এদেশের মুসলমানদের বিরুদ্ধে এটা নতুন আরেক ষড়যন্ত্র হতে পারে
================================== ইন্টারনেট ভিত্তিক ইউটিউবসহ কয়েকটি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরীর নামে প্রচারিত অডিও বার্তার সাথে হেফাজতে ইসলাম ও আলেম সমাজের দূরতম কোন সম্পর্কও নেই। আইমান আল-জাওয়াহিরী আল-কায়েদা নেতা। বরং আইমান আল-জাওয়াহিরী বা আল-কায়েদা সংগঠনটি সাম্রাজ্যবাদি শক্তির সৃষ্টি। কে বা কারা কোন উদ্দেশ্যে এই অডিও বার্তা প্রচার করছে আমাদের জানা নেই। আমাদের সন্দেহ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বসহ এদেশের মুসলমানদের বিরুদ্ধে এটা নতুন আরেক ষড়যন্ত্র হতে পারে। হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী এবং মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী এক যৌথ বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন। গতকাল (শনিবার) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, হেফাজতে ইসলাম ঈমান-আক্বিদার সুরক্ষা, ইসলাম অবমাননা রোধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অরাজনৈতিক অবস্থানে থেকেই এদেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ ও ১৩ দফার আন্দোলন করে যাচ্ছে। শাপলা চত্বরের ট্রাজেডিসহ নানা জুলুম-অত্যাচার, হামলা-মামালা, গ্রেফতার ও শত হয়রানি ও উস্কানী সত্ত্বেও হেফাজতে ইসলাম কোনরূপ বিশৃঙ্খলা বা ভাঙচুরের সাথে না জড়িয়ে চরম ধৈর্য্যরে পরিচয় দিয়ে যাচ্ছে। অথচ হেফাজতে ইসলামকে অরাজনৈতিক শান্তিপূর্ণ অবস্থান থেকে লক্ষ্যচুত করার জন্য নানা অপবাদ ও মিথ্যাচারের মাধ্যমে উস্কানীমূলক ষড়যন্ত্র একের পর এক চলছেই। ওলামায়ে কেরাম মাদ্রাসা শিক্ষা, ওয়াজ-মাহফিল, মসজিদে বয়ান এবং বায়াত-মুরীদের মাধ্যমে সুনাগরিক তৈরীর পাশাপাশি চুরি, ডাকাতি, সুদ-ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ ও সমাজ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশ ও আদর্শ জাতি গঠনে ক্বওমী মাদ্রাসার এই বিশাল অবদানের কারণেই দেশের হাজার হাজার ক্বওমী মাদ্রাসা সরাসরি জনগণের সাহায্য-সহযোগিতায় পরিচালিত হচ্ছে। বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় বলেন, দেশ ও জাতির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার কারণেই জুলুম-অত্যাচার, দুর্নীতি, সন্ত্রাস, পাপাচার ও ইসলাম বিরোধী কর্মকান্ডে জড়িত সুবিধাবাদির চক্ষুশূলে পরিণত হয়েছে দেশের আলেম সমাজ ও ক্বওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা। এ কারণেই বিভিন্ন সময় সন্ত্রাস ও কথিত জঙ্গিবাদের সাথে ক্বওমী মাদ্রাসা ও আলেম সমাজকে জড়িয়ে নানা মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালিয়ে এদেশ থেকে ইসলামী শিক্ষা ও মুসলিম চেতনাবোধ ধ্বংস করে দিতে তৎপরতা চালানো হচ্ছে। বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় দৃঢ়ভাবে বলেন, আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহীরির নামে প্রচারিত কথিত অডিও বার্তার সাথে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ও আলেম সমাজের কোন সম্পর্ক নেই। বিবৃতিতে তারা আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সংখ্যাগরিষ্ঠ তৌহিদী জনতার ধর্মীয় বিশ্বাস, মাদ্রাসা শিক্ষা ও আলেম সমাজের বিরুদ্ধে পরিচালিত নানা ষড়যন্ত্রের সাথে আন্তর্জাতিক ইহুদী লবির পাশাপাশি প্রতিবেশী বৃহৎ একটি দেশের গোয়েন্দা সংস্থাসহ ইসলাম বিদ্বেষী আরো অনেকেই জড়িত। দীর্ঘ দিন থেকেই কট্টর ইসলাম বিদ্বেষী এই চক্রটি শিক্ষা, সংস্কৃতিসহ ইসলাম ও মুসলিম স্বার্থের উপর একের পর এক আঘাত হেনে চলেছে। পাশাপাশি সংখ্যালঘুদের সাথে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের শান্তিপূর্ণ সামাজিক সহাবস্থানকে বিনষ্ট ও বিশৃঙ্খল করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। ইসলাম বিদ্বেষী আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের যোগসাজশে আভ্যন্তরীণ ইসলাম বিদ্বেষী নাস্তিক্যবাদিরা ওলামা-মাশায়েখ ও ক্বওমী মাদ্রাসাকে সন্ত্রাস ও কথিত জঙ্গীবাদের জড়ানোর মত চরম মিথ্যাচার চালিয়ে এদেশে আফগানিস্তান ও ইরাকের মত পরিস্থিতি তৈরী করে তাদের স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে। বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, সম্প্রতি কতিপয় ইসলাম বিদ্বেষী ব্যক্তিবিশেষ ও মিডিয়া সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে হেফাজতে ইসলামের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালিয়ে আলেম সমাজের সুনামহানি ও ঐক্যবিনাশী ষড়যন্ত্র করছে। পাশাপাশি সন্ত্রাস ও কথিত জঙ্গীবাদের সাথে হেফাজতে ইসলাম ও আলেম সমাজকে জড়িয়ে উস্কানীমূলক মিথ্যাচার চালিয়ে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চরম হুমকির মুখে ঠেলে দিতে চাচ্ছে। সর্বশেষ তারা হেফাজত নেতাদের নামে রাজনৈতিক আঁতাত ও টাকা খাওয়ার মত জঘন্য মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক অপবাদ ছড়িয়ে ১৩ দফার ঈমানী আন্দোলনকে কলঙ্কিত করে সমাজে আলেমদেরকে হেয় কার ষড়যন্ত্র করছে। তারা বলেন, কোটি কোটি তৌহিদী জনতা উলামায়ে কেরামের বিরুদ্ধে এ ধরণের কদর্য অপপ্রচারে কখনোই বিভ্রান্ত হবেন না। বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে দেশ ও ইসলাম বিরোধী এই খেলা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় এদেশের আলেম সমাজের নেতৃত্বে কোটি কোটি দেশপ্রেমিক তৌহিদী জনতা স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রকারী ও মিথ্যাচারীদের দাঁত ভাঙ্গা জবাব দিতে মোটেও বিলম্ব করবে না। এদেশের কোটি কোটি আলেম ও তৌহিদী জনতা ঈমান-আক্বিদা ও ইসলামের হেফাজতের পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সহাবস্থান এবং শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাবে। #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন