শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪


প্রতি বছর ধর্ষিত হয় ৭২ হাজার ব্রিটিশ পুরুষ
14 Feb, 2014 যুক্তরাজ্যে প্রতি বছর ৭২ হাজার পুরুষ ধর্ষণের শিকার হয়ে থাকেন। যার অর্থ হল, দেশটিতে শতকরা ১২ ভাগ বা প্রতি দশজনের মধ্যে একজন বা তারও বেশি পুরুষ ধর্ষিত হচ্ছেন। এবার পুরুষ নির্যাতন ঠেকাতে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে ব্রিটিশ সরকার। বুধবার প্রকাশিত এক সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। ওই পরিসংখ্যানে উল্লেখ করা হয়, গত বছর ব্রিটেনের ২১৬৪ জন পুরুষ ধর্ষণ ও নানা রকম যৌন নির‌্যাতনের শিকার হয়েছিলেন।এদের মধ্যে ১৩ বছরের শিশু থেকে শুরু করে বেশি বয়সীরাও রয়েছেন। পুরুষদের বিরুদ্ধে যৌন নির্যাতন ঠেকাতে ব্রিটিশ সরকার আগামী অর্থ বছরে পাঁচ লাখ ইউরো বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এসব অর্থ সোস্যাল কাউন্সিলিং, পরামর্শ এবং ধর্ষিত পুরুষদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানা গেছে। বুধবার এক ঘোষণায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, ধর্ষণ এবং যৌন সহিংসতার শিকার পুরুষেরা এখন থেকে নজিরবিহীন সহায়তা পাবেন। মন্ত্রী ডেমিয়েন গ্রিন বলেন, ‘আমরা অবশ্যই সকল নির্যাতিত পুরুষকে সহায়তা করবো,বিশেষ করে যারা ধর্ষণের শিকার হয়েছেন। তিনি আরো বলেন, ‘সামাজিক নিষেধাজ্ঞার কারণে পুরুষেরা যৌন নির্যাতনের বিষয়টি প্রকাশ করতে চান না। তারা যাতে এই নিরবতা কাটিয়ে ওঠতে পারে এ ব্যাপারেও আমি তাদেরকে সাহায্য করবো।’ উৎসঃ বাংলামেইল২৪ Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন