গোলাপের কাঁটায় বিদ্ধ প্রেমিকা
15 Feb, 2014
ভালোবাসা দিবসে প্রেমিকের কাছ থেকে গোলাপ না পেয়ে আত্মহত্যা করলো এক তরুণী। সারাদিনের অপেক্ষার পরও প্রেমিকের গোলাপ না পেয়ে আত্মহননের পথ বেছে নেয় মীনা বিশ্বাস (১৭)। নদিয়ার নাকাশিপাড়ার বীরপুর গ্রামের বাসিন্দা মীনা তফশিলী ছাত্রী নিবাসে থাকতো।
গতকাল শুক্রবার রাতে তার ঘর থেকে গলায় ওড়নার ফাঁস জড়ানো মৃতদেহ উদ্ধার করেন প্রতিবেশীরা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ডায়রি উদ্ধার করে। তাতে একটি সুইসাইড নোট পাওয়া যায়। নোটে লেখা ছিল: প্রেমিক সন্তুকে মীনা খুব ভালবাসতো। প্রতিদানে সে কিছু পায়নি।
জানা যায়, কিছুটা অন্তর্মুখী ছিল একাদশ শ্রেণীর ওই ছাত্রী। ছাত্রীনিবাসে তার ঘরে আরও দু'জন ছাত্রী থাকতো। ঘটনার সময় ঘরে কেউ ছিল না। মীনার আকস্মিক মৃত্যুতে তার বাবা-মা স্তম্ভিত।
উৎসঃ বাংলাদেশ প্রতিদিন
Share on facebook Share on email Share on print 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন