অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না
22 Feb, 2014
আমেরিকার বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ করেছে চীন।
হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামা ও দালাইলামার বৈঠকের পর চীন শনিবার এ অভিযোগ করে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন গাঙ বলেন, “উভয় দেশের সম্পর্ক আরো খারাপ করা থেকে বিরত থাকার পদক্ষেপ আমেরিকাকেই নিতে হবে।”
গাঙ আরো বলেন, “আমেরিকা দালাইদালামাকে সফরের অনুমতি দিয়ে এবং মার্কিন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের আয়োজন করে চীনের আভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ করেছে।”
তিনি বলেন, “চীনের উদ্বেগ গুরুত্বসহকারে নেয়ার জন্য আমরা আমেরিকার প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে চীনা বিচিছন্নতাবাদীদের সমর্থন, চীনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করারও আহ্বান জানাচ্ছি।”
এর আগে দালাইলামার সঙ্গে ওবামার বৈঠক হতে যাচ্ছে এ ধরনের কথা সংবাদ মাধ্যমে প্রচারের পর চীন শুক্রবার তা বাতিলের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছিল। কিন্তু যথাযথভাবেই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং ওবামা তিব্বতীদের মানবাধিকার সুরক্ষায় দৃঢ় সমর্থন দেয়ারও অঙ্গীকার করেন।
প্রসঙ্গত, চীন তিব্বতকে তার সীমানার অভিন্ন অংশ এবং দালালাইমাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে।
এএফপি
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন