বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪


ইনোসেন্স অব মুসলিম’ ইউটিউব থেকে সরানোর নির্দেশ 27 Feb, 2014
ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ ইউটিউব থেকে সরিয়ে ফেলতে গুগলকে নির্দেশ দিয়েছে আমেরিকার একটি আদালত। ওই চলচ্চিত্রের এক অভিনেত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার সান ফ্রান্সিসকোর একটি আদালত এ নির্দেশ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামের নবী হযরত মুহাম্মদ সা.কে কটাক্ষ করে নির্মিত বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’-এর ভিডিও ক্লিপ ২০১২ সালে গুগলের মালিকানাধীন ইউটিউবে প্রচারের পর মুসলিম বিশ্বজুড়ে ভয়ঙ্কর দাঙ্গা ছড়িয়ে পড়ে। ওই চলচ্চিত্রের জের ধরে ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে ভয়াবহ হামলার ঘটনাও ঘটে। ওই হামলায় লিবিয়ায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতসহ চার মার্কিন নাগরিক নিহত হন। সেসময় ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে গুগলের প্রতি আহ্বান জানানো হলেও গুগল তা প্রত্যাখ্যান করে। কারণ হিসেবে গুগল জানায়, সিনেমাটির কপিরাইট স্বত্ত্ব একমাত্র এর প্রযোজকের এবং কেবল তিনিই পারেন সিনেমাটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে। পরবর্তীতে বিতর্কিত ওই চলচ্চিত্রের অভিনেত্রী সিনডি লী গার্সিয়া ভিডিওটি ইউটিউব থেকে অপরসারণ করাতে গুগলের বিরুদ্ধে মামলা করেন। তার দাবি—চলচ্চিত্রটির প্রযোজক নাকৌলা ব্যাসেলি নাকৌলা তাকে এমন একটি স্ক্রিপ্ট দিয়েছিলেন যার সঙ্গে মুসলমান সম্প্রদায় বা তাদের নবীর কোনো সম্পর্কই ছিল না। সান ফ্রান্সিসকোর আদালত আদেশে বলেছে, অভিনেত্রী গার্সিয়া তার অভিনীত অংশের কপিরাইয়ের মালিক। কারণ তিনি এমন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য রাজি হয়েছিলেন, যা নির্মিত চলচ্চিত্র থেকে ভিন্ন। আদেশের মতামত অংশে প্রধান বিচারক অ্যালেক্স কোজিনস্কি লিখেছেন, "চলচ্চিত্রে গার্সিয়া যে চরিত্রে অভিনয় করেছেন, তা অত্যন্ত আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়। এই চলচ্চিত্রে তার উপস্থিতি তাকে শারীরিকভাবে ক্ষতি, এমনকি মৃত্যুর হুমকির মুখে দাঁড় করিয়েছিল। এসব হুমকি এবং কপিরাইট মালিকানার বিষয়ে গার্সিয়ার বিশ্বাসযোগ্য দাবি সত্ত্বেও গুগল ইউটিউব থেকে চলচ্চিত্রটি প্রত্যাহারের বিষয়টি প্রত্যাখ্যান করে।" বিতর্কিত ওই চলচ্চিত্রের প্রযোজক নাকৌলাকে ২০১২ সালের শেষ দিকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাকে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়। সূত্র: বিবিসি উৎসঃ নতুনবার্তা Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন