ডাকিনি চর্চা : ২৩ জনকে খুন করেছে মার্কিন কিশোরী
১৭ ফেব্রুয়ারি ২০১৪, সোমবার, ৩:৪৩
মন্তব্য: ১
মার্কিন যুক্তরাষ্ট্রের এক কিশোরী ডাকিনি বিদ্যা চর্চার অংশ হিসেবে অন্তত ২৩ জনকে খুন করেছে। কিছু কিছু খুনে সে তার স্বামীর সহায়তাও নিয়েছে। একটি খুনের মামলায় পুলিশের কাছে ধরা পরার পর মিরান্ডা বারবার নামের ১৯ বছর বয়স্কা কিশোরীটি তার রহস্যময় জীবনে কথা স্বীকার করেছে। ছয় বছরে সে এতগুলো খুন করে।
পুলিশ তার স্বীকারোক্তি খতিয়ে দেখছে।
সম্প্রতি ট্রয় লাফেরারা নামের একজনকে খুন করার পর পুলিশ মিরান্ডা ও তার স্বামী এলিট বারবারকে গ্রেফতার করে।
মিরান্ডা শিকার করেছে, ১৩ বছর বয়সে আলাস্কায় সে প্রথম খুনটি করেছিল। তারপর সে নর্থ ক্যারোলিনায় পাড়ি জমায়। সেখানেই সে এলিটকে বিয়ে করে। এরপর তারা পেনসিলভেনিয়ায় চলে আসে।
পুলিশের কাছে সে জানিয়েছে, এসব খুনের জন্য সে অনুতপ্ত নয়। কারণ সে কেবল ‘বদ লোকদের’ হত্যা করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন