মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪


ভিডিও >> আল কায়েদার বার্তা প্রচারের জন্য ৭১-এর মোজাম্মেল বাবুকে কেন গ্রেপ্তার করা হবে না : আন্দালিব পার্থ
25 Feb, 2014 বর্তমান সরকারের বক্তব্যের সৃজনশীলতা নিয়ে অনেক প্রশ্ন আছে। কারণ এই সরকার সবসময় ইস্যু পরিবর্তন করার রাজনীতি করে। পিলখানার ঘটনার পরপরই ইস্যু ঘুরিয়ে বেগম খালেদা জিয়ার বাড়ি নিয়ে যাওয়া হল এবং একটার পর একটা যেমন- হলমার্ক, ডেসটিনি, ড. ইউনূস, পদ্মা সেতু, সমুদ্র বিজয়, গণজাগরণ মঞ্চ, হেফাজত, রানা প্লাজা ভেঙে রেশমাকে বের করা এ নিয়ে সরকারের সৃজনশীলতা অনেক ছোট হয়ে গিয়েছে বলে মšত্মব্য করেছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি সোমবার চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উন্নয়ন ও জননীতি বিশেষজ্ঞ ড. চঞ্চল খান ও বাংলাদেশ উইমেনস্ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিনা আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিল্লুর রহমান। পার্থ বলেন, বিডিআর বিদ্রোহে সরকারের সফলতা হল- অপারেশন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিন্তু রোগী মারা গিয়েছে। বিডিআর বিদ্রোহের ঘটনার সময় সরকারের বয়স মাত্র ৩ মাস এবং এই সময়ে এত বড় একটা ঘটনা ঘটবে সরকার তা আশা করেনি। তিনি আরও বলেন, পিলখানার ভেতরে বিডিয়ার বিদ্রোহের ঘটনাটা একটা জাতীয় ইস্যু এবং ক্ষমতায় যে সরকারই থাকুক না কেন প্রত্যেকেরই চোখ-কান খোলা রাখতে হবে যে এ ধরনের ঘটনা আর বংলাদেশে যেন না ঘটে। জঙ্গিবাদের উত্থান তো একটা সময় সারা পৃথিবীতে হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তারা সারা বিশ্বে অবস্থান করছিল উল্লেখ করে পার্থ বলেন, বাংলাদেশে যখন জঙ্গি ছিল তখন বিএনপি সরকার ও আওয়ামী সরকার দুজনেই কৌশলে এদেরকে দমন করেছে। তিনি আরও বলেন, আল-কায়েদা শুধু বাংলাদেশের মাথাব্যাথা নয়, সারা বিশ্বের মাথাব্যাথা। আল জাওয়াহিরির ভিডিও সত্যি না, যদি সত্যি হত তাহলে সিএনএন, বিবিসি এবং বিশ্বের গণমাধ্যমে আমরা তা দেখতে পেতাম। কিন্তু এই ভিডিও আসার পর একাত্তর টিভি তা প্রচার করল এবং সবাই ধরে নিল এটা ঠিক। আর এই ভিডিওর উপর ভিত্তি করে আলোচনা শুরু করে দেয়া হল। সরকার মহল থেকে বলা হচ্ছে- জামায়াত এর সঙ্গে জড়িত, এদিকে র‌্যাব বলছে- এর সোর্স কি সেটা আমরা জানি না। পার্থ বলেন, যাকে গ্রেপ্তার করা হয়েছে এটা শুধু দেখানোর জন্যই। সত্যি যদি গ্রেপ্তার করা হয় তাহলে একাত্তরের মোজাম্মেল বাবুকে ধরলেন না কেন তিনি তো এটার প্রচার করেছেন, সিএনএনকে, বিবিসিকে ধরলেন না কেন তারা তো আল-কায়েদা কী তা আমাদের বুঝিয়েছে। আমি মনে করি এটা সরকারের একটা ইস্যু ছাড়া আর কিছুই নয়। উৎসঃ আমাদের সময় Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন