বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪


ভিডিও >> গণমাধ্যম ও মিডিয়া আওয়ামী লীগের পক্ষে ঃ ড. দিলারা চৌধুরী
20 Feb, 2014 রাষ্ট্রবিজ্ঞানী ড· দিলারা চৌধুরী বলেছেন, অনেক গণমাধ্যম ও মিডিয়া কর্মী আমাদেরকে বলেন- আওয়ামী লীগ গণমাধ্যম ও মিডিয়া নিয়ন্ত্রণ করছে। এজন্য তাদের মধ্যে ভয় কাজ করে। কারণ এই সরকারের কোনো জবাবদিহীতা নেই। অবাধে যেকোন আইন এই সরকার পাশ করতে পারে। বুধবার রাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনে ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে দিলারা চৌধুরী এসব কথা বলেন। আলোচক হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইবকাল সোবহান চৌধুরী। ইবকাল সোবহান চৌধুরী বলেন, আমাদের মধ্যে এমন সংস্ড়্গৃতি এসেছে সরকারের বিরম্নদ্ধে গণমাধ্যম ও মিডিয়া কথা বললেই এটি স্বাধীন। আর যদি সরকারের বিরম্নদ্ধে কথা না বলে,মিডিয়া স্বাধীন নয়। গত ৫টি সিটি করপোরেশন নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে মিডিয়া অবাধে তাদের সংবাদ প্রচার করেছে। তিনি বলেন, এই সরকারের আমলে গণমাধ্যম ও মিডিয়া স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। জনগণের জানমাল রড়্গাতে সরকার কাজ করে। আর মিডিয়া তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করছে। Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন