সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪


ভারতের সঙ্গে তেল-গ্যাস উৎপাদন চুক্তি স্বাক্ষর
17 Feb, 2014 অগভীর সমুদ্রের দু’টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি করলো পেট্রোবাংলা। সোমবার বিকেলে পেট্রো সেন্টারে পেট্রোবাংলা এবং ভারতের ওয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস করর্পোরেশন (ওএনজিসি) এ চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ প্রমুখ। ব্লক নম্বর ৪ এবং ৯ এর জন্য ভারতীয় কোম্পানির সঙ্গে এই চুক্তি হয়। চুক্তির আওতায় কোম্পানির ১৪ হাজার ২শ ৯৫ বর্গকিলোমিটার এলাকায় ২-বি সাইসমিক ছাড়বে ও দু’টি কূপ খনন করবে। এসব ব্লকে যদি গ্যাস বা তেল পাওয়া যায় তাহলে উত্তোলিত গ্যাস পেট্রোবাংলার কাছে বিক্রি করবে কোম্পানিটি। এক্ষেত্রে পেট্রোবাংলা যদি কিনতে না চায় সেক্ষেত্রে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে তারা। উৎসঃ বাংলানিউজ২৪ Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন