শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪


ভাসমান ২০ হাজার শিশু পতিতাবৃত্তিতে
February 14, 2014 | Filed under: অপরাধ | Posted by: নিউজ ডেস্ক/এমএ ভাসমান শিশুদের পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়া দিন দিন বাড়ছে। কমপক্ষে ২০ হাজার শিশুকন্যা সারাদেশে রাস্তায় ভাসমান যৌনকর্মী হিসেবে কাজ করছে। এ ছাড়া শিশুদের ওপর নির্যাতন অপেক্ষাকৃত বেড়েছে। জানা গেছে, প্রতি মিনিটে একটি শিশুকন্যা নির্যাতনের শিকার হচ্ছে। বেসরকারি সংস্থা ‘উন্নয়ন অন্বেষণে’র এক জরিপে বলা হয়েছে, পথশিশু বা টোকাইয়ের সংখ্যা বর্তমানে প্রায় ৪ লাখ। এদের অর্ধেক রাজধানীর রাস্তায় বসবাস করে। এদের মধ্যে শিশুকন্যারা নিরাপত্তার অভাবে সহজেই নির্যাতনের শিকার হচ্ছে। পথশিশুদের মধ্যে যারা কন্যা, তাদের মধ্যে ১৯ ভাগ বাধ্য হয় দেহব্যবসা করতে। চিকিৎসার অভাবে এক সময় এদের অনেকেই অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে। পতিতাবৃত্তিতে নিয়োজিত এমন শিশুদের ৪৫ ভাগই কোনো না কোনো যৌনরোগে আক্রান্ত। এদের অনেকেই কোনো ধরনের চিকিৎসাসেবাও পায় না। বাংলাদেশ জাতীয় উইমেন ল’ইয়ারস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফাহিমা নাসরিন জানান, সারাদেশে অন্তত ২০ হাজার শিশুকন্যা রাস্তায় পতিতাবৃত্তিতে নিয়োজিত। এ ছাড়া ঘর-স্কুলসহ প্রায় সর্বক্ষেত্রেই মেয়েরা নির্যাতনের শিকার হয়। তবে অনেক ক্ষেত্রে লোকলজ্জার ভয়ে এ খবর গোপনই থেকে যায়। অপর বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু বলেন, শিশুদের যৌন নির্যাতন সমাজে নিষিদ্ধ হলেও এর সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। জাতীয় শিশুনীতিতেও এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই। তিনি আরো বলেন, যৌন নির্যাতনের পর শিশুকন্যাদের বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়। এদের অনেকে হতাশ হয়ে পড়ে। মাদকাসক্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন যৌনরোগে আক্রান্ত হয়। এ ছাড়া অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ গর্ভপাত বা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হলেও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। যৌনশিক্ষা ও স্কুলভিত্তিক বিভিন্ন কার্যক্রম এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে পারে। অনুসন্ধানে জানা যায়, রাজধানী ঢাকায় দিনের বেলা ভাসমান শিশু যৌনকর্মীদের অনেকেই রাস্তায় রাস্তায় ফুল ও চকোলেট বিক্রি করে। কখনো গাড়ির কাচ মুছে দিয়ে বিত্তবানদের কাছ থেকে কিছু অর্থ উপার্জন করে। কিন্তু রাত হলেই ওরা আশ্রয়হীন হয়ে পড়ে। বাঁচার তাগিদে কিংবা পেটের ক্ষুধা মেটাতে তারা দেহব্যবসায় জড়িয়ে পড়ে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব শিশুর বাস্তব বড়ই কঠিন। এরা অনেকেই পরিস্থিতির শিকার। পেটের জ্বালা মেটাতে কিংবা অসহায় হয়ে তারা অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে এ কাজ করে। ১৪ বছর বয়সী সেলিনা আক্তার (ছদ্মনাম) এক সময় পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েছিল। গত ২ বছর ধরে রাস্তায় মিষ্টি বিক্রি করছে সেলিনা। কারণ, এইচআইভিতে আক্রান্ত হওয়ার পর তার শরীর বিকারগ্রস্ত হয়েছে, যে কারণে সে আর এখন কোনো খদ্দের পায় না। জানা গেছে, পতিতাবৃত্তিতে অল্প বয়সীদের চাহিদা থাকায় এই পেশায় শিশু-কিশোরীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম আরেকটি কারণ খদ্দেররা মনে করেন, শিশু-কিশোরীদের থেকে যৌনরোগে সংক্রমণের আশঙ্কা প্রাপ্ত বয়সীদের তুলনায় কম। এই পেশায় তাদের সহজে ও ইচ্ছামতো ব্যবহার করা যায়। এ পরিপ্রেক্ষিতে অল্প বয়সী মেয়েদের জোগান বৃদ্ধি পেয়েছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, বাড়ছে দেশি-বিদেশি পতিতালয়ে শিশুকন্যা পাচার। এ ছাড়া যৌনকর্মীরাও জীবিকানির্বাহের তাগিদে গর্ভজাত বা পালক মেয়েদের পতিতাবৃত্তির দিকে ঠেলে দিচ্ছে। দারিদ্র্যের শিকার শিশু-কিশোরীরা অন্ন, বস্ত্র এবং নিরাপত্তার অভাবে অল্প বয়সেই পতিতালয়ে চলে যায়। এমনও দেখা গেছে, অপ্রাপ্ত বয়সী যৌনকর্মীরা ধরা পড়ার পর সর্দারনীরা মায়ের দাবিতে কোর্টে গিয়ে তাদের ছাড়িয়ে আনেন। এনজিওকর্মীরা জানান, কিশোরীদের শরীর বড় করার জন্য ট্যাবলেট খাওয়ানোর ঘটনাও ঘটে। এতে শিশু-কিশোরীরা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। জানা যায়, শহরের রাস্তায় যারা ফুল, পানি এবং বাদাম বিক্রি করে, তাদের নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় পার্কের দারোয়ান-কর্মচারীদের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয় শিশুকন্যারা। পরে এক সময় বাধ্য হয়ে পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়ে তারা। ঢাকার কারওয়ানবাজারের ফুল বিক্রেতা কিশোরী শিলা আক্তার (ছদ্মনাম) জানায়, ‘মাদারীপুর থাইকা ঢাকায় আইস্যা ফুল বিক্রি কইরা খাই। একদিন এক ব্যাডা আমারে টাকা দেওয়ার লোভ দেখাইয়া খারাপ কাম করছে। এরপর থেইক্যা প্রায়ই আমারে ডাক দেয়।’ ১৯৯০ সালে জাতিসংঘের শিশু অধিকার নিয়ে এক কনভেনশনে স্বাক্ষরদাতা দেশ হিসেবে বাংলাদেশ ১৮ বছরের কম বয়সের সব ছেলেমেয়েকে শিশু হিসেবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে শিশুর স্বার্থরক্ষা ও তাদের অধিকার নিশ্চিত করতে বেশকিছু বিধি-নিষেধ আরোপেও একমত হয়। কিন্তু যৌন নির্যাতনের মতো ঘটনায় তা লঙ্ঘিত হচ্ছে। শিশুদের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব, যৌন নির্যাতনে তার চরম লঙ্ঘন ঘটছে। - See more at: http://www.newsevent24.com/2014/02/14/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4/#sthash.yj4EULoh.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন