মোবাইলে প্রলোভন অত:পর ৩ মাস ধর্ষণ
February 2, 2014 | Filed under: অপরাধ | Posted by: নিউজ ডেস্ক/এমএ
মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের প্রলোভনে ফেলে এক যুবতীকে ৩ মাস আটকে রেখে ধর্ষণ করেছে কথিত স্বামী। পরে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে কথিত স্বামী ও তার বন্ধুসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, দিনাজপুর উপ-শহরে। দিনাজপুর কোতয়ালী থানার এসআই বিদ্যুৎ সাহা জানিয়েছেন, মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের প্রলোভনে ফেলে ৩ মাস আগে দিনাজপুর উপ-শহর ২নং ব্লকের বাবু মিয়ার পুত্র জয়নুদ্দিন জিৎ (২২) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরবাঘাতি গ্রামের আব্দুল খালেকের মেয়ে সাইমুন নাহার (১৯)কে দিনাজপুরে নিয়ে আসে। স্বামী-স্ত্রী’র পরিচয় বহন করে উপ-শহর ৭নং ব্লকের রানার বাসা ভাড়া দেয়। সেখানে তারা ৩ মাস ধরে বসবাস করছিল। শুক্রবার রাতে কথিত স্বামী জয়নুদ্দিন ৩/৪ জন খদ্দের এনে সাইমুন নাহারকে দেহ ব্যবসায় বাধ্য করায়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় যুবতীর উপর শারীরিক নির্যাতন করে তারা । পরে এলাকাবাসীর সহযোগিতায় সাইমুন নাহার কোতয়ালী থানায় এসে ঘটনার বিবরণ জানায়। তার অভিযোগের প্রেক্ষিতে কথিত স্বামী জয়নুদ্দিন জিৎ ও বাড়ীর মালিক রানাকে গ্রেফতার করে পুলিশ। নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় সাইমুন বাদী হয়ে মামলা দায়ের করেন। শনিবার বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সদস্যের মেডিকেল বোর্ডের মাধ্যমে নির্যাতিত সাইমুনের শারীরিক পরীক্ষা করা হয়। পরে সাইমুনকে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক ঘটনার বিবরণ শোনার পর তাকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় । গ্রেফতারকৃত জয়নুদ্দিন জিৎ ও রানাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরো খবর:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন