শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪


বিশেষজ্ঞদের দাবি মোবাইল ব্যবহার ক্যান্সারের কারণ নয়
14 Feb, 2014 অবশেষে অভিশাপ মুক্ত হল মোবাইল ফোন। ক্যান্সারের অন্যতম কারণ, এই ভয়াবহ অপবাদ থেকে মুক্তি পেল মোবাইল ফোন। নতুন এক গবেষণায় প্রমাণিত হয়েছে শিশু অবস্থায় ক্যান্সার বা রক্তের ক্যান্সারের (লিউকোমিয়া) কারণ নয় এই অবশ্য প্রয়োজনীয় যন্ত্রটি। বহুদিন ধরেই মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে একটা ভয় ছিল। ভাবা হত মোবাইল ফোন ও টাওয়ার থেকে যে রেডিওতরঙ্গ নির্গত হয় তা মস্তিষ্কে টিউমার, মাথা যন্ত্রণা ও ক্যান্সারের অন্যতম কারণ। কিন্তু ব্রিটেনের নতুন গবেষণা অনুযায়ী মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ সুরক্ষিত। পৃথিবীজুড়ে মোবাইল ফোন ব্যবহারের ঝুঁকি নিয়ে ব্রিটেনের মোবাইল টেলিকমুউনিকেশন অ্যান্ড হেলথ রিসার্চ প্রোগ্রামের তরফ থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ বিশেষজ্ঞ মার্টিন গ্লেডহিল জানিয়েছেন, মোবাইল থেকে নির্গত রেডিওতরঙ্গ শরীরের পক্ষে ক্ষতিকারক কি না সে বিয়য়ে কোনো প্রমাণই পাওয়া যায়নি বিশেষজ্ঞ দলের গবেষণায়। এক দশকের গবেষণার পর বিজ্ঞানীরা জানিয়েছেন গর্ভবতী অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার গর্ভস্থ ভ্রূণের বিন্দুমাত্র ক্ষতি করে না। লিউকোমিয়ার কারণ হিসাবেও সেল ফোনকে দায়ী করার বিরোধিতা করেছেন বিশেষজ্ঞরা। মোবাইল ফোন ও ওয়াই-ফাই ডেটা থেকে যে রেডিও সিগন্যাল নির্গত হয় স্বাস্থ্যের উপর তার কোনো প্রভাব পড়ে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সূত্র : জি নিউজ উৎসঃ দৈনিক নয়াদিগন্ত Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন