সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪


সর্বাধিক ব্রেকআপ হয় মে থেকে জুলাইয়ে!
17 Feb, 2014 প্রেমিক জুটি গ্রীষ্মকাল হতে সাবধান! ফেসবুকের এক গবেষণায় দেখা গেছে গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সমানুপাতে বাড়ে প্রেম ভাঙার সংখ্যা। ফেসবুকের এই জরিপে আরো দেখা গেছে, কলোরাডো স্প্রিংস ভালবাসার সেরা ঠিকানা। ভ্যালেন্টাইনস ডে-তে ফেসবুক এক অভিনব সমীক্ষা চালিয়েছে। এই সমীক্ষার ফল স্বরূপ উঠে এসেছে বেশ কিছু মজার মজার তথ্য। ফেসবুকের ভ্যালেন্টাইন রিসার্চ বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০টি বড় বড় শহরের মধ্যে সানফ্রান্সিকোর লোকজনের প্রেমে পড়ার প্রবণতা সবচেয়ে কম। সানফ্রান্সিকো এমন একটা শহর যেখানে একা থারা পুরুষের সংখ্যা নারীদের চেয়ে অনেক বেশি। অন্যদিকে ম্যামফিসে একা নারীর সংখ্যা পুরুষের চেয়ে কয়েকগুণ বেশি। এই রিসার্চে উঠে এসেছে প্রেমের মাধ্যম হিসাবে যারা ফেসবুককে ব্যবহার করেন অর্থাৎ ফেসবুকেই সে সম্পর্ক গুলো গড়ে ওঠে তার অন্তত অর্ধেক ক্ষেত্রে সেই সম্পর্ক যদি তিনমাস টিকে যায় তাহলে অন্তত চার বছর আয়ু হয় সেই সম্পর্কের। এই রিপোর্ট অনুযায়ী গ্রীষ্মের প্রখর তাপে প্রেমও বোধহয় পুড়ে যায় বেশি করে। কারণ ফেসবুক বলছে মে থেকে জুলাই-এর মধ্যে ব্রেকআপ হয় সর্বাধিক। উৎসঃ ঢাকাটাইমস Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন