অডিও >> শিক্ষাব্যবস্থা জঙ্গিবাদের ক্ষেত্র প্রস্তুত করছে : সেলিম
27 Feb, 2014
দেশে আবারো আলোচনায় জঙ্গিরা। আল কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির নাম ও ছবিসহ ইন্টারনেটে প্রচারিত আরবি ভাষায় দেয়া এক বার্তায় বাংলাদেশে, তাদের ভাষায়, ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেয়া হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে পুলিশের প্রিজনভ্যানে থাকা তিন জঙ্গিকে ছিনিয়ে নিলো নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ -জেএমবি।
দেশে জঙ্গি তৎপরতা ও তার মোকাবেলা নিয়ে আজ বৃহস্পতিবার প্রিয়.কম কথা বলেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে।
এর পুরোটা রয়েছে অডিও সাক্ষাৎকারে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম যা যা বললেন
জঙ্গিবাদ রাজনৈতিক আদর্শগত সমস্যা। এর রাজনৈতিক,সামাজিক উপাদানগুলো না বুঝলে তা মোকাবেলা করা মুশকিল হবে।
এটা দুর্ভাগ্য যে, আমরা জঙ্গিবাদের মতবাদ সামাজিক কর্মসূচির মাধ্যমে উৎপাটন করতে পারিনি।
স্বাধীনতার পর সাংস্কৃতিক বিপ্লব জরুরি ছিলো। তা অবহেলা করা হয়েছে।
১৯৭৫ সালের পর থেকে জঙ্গিবাদের উত্থানের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এখন পর্যন্ত আমরা সেই পশ্চাতমুখি ধারার মধ্যেই আছি।
সবচেয়ে বড় কাজ জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে তোলা।
রাজনৈতিক দলগুলো আগে যথাযথ ভূমিকা পালন করলে জনগণ এগিয়ে আসবে।
মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনাই এখন মূল কর্তব্য।
একই ধারার শিক্ষা ব্যবস্থা না হলে জঙ্গিবাদ নির্মূল করা কঠিন।
জামায়াত-শিবিরকে দ্রুত নিষিদ্ধ করা দরকার।
সাক্ষাৎকারটি শুনতে এখানে ক্লিক করুন
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন