ধর্ষণ মামলার প্রতিশোধে ধর্ষণ
ইনকিলাব ডেস্ক : ভারতের কলকাতায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়ে জামিন পেয়ে গিয়েছিল এক ধর্ষক। ফের সেই কিশোরীকেই ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল আসামি। আগের যাত্রায় তাকে বেকসুর খালাস করার সময়ে বিচারক বলেছিলেন, আপনি খুব স্বচ্ছ প্রকৃতির নন। ভবিষ্যতে ভাল থাকার চেষ্টা করবেন। ওই কিশোরী ফের অভিযোগ করলে, বৃহস্পতিবার রাতে শাহজাদা বক্স নামের ওই অভিযুক্তকে আটক করে পুলিশ। শুক্রবার আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সঞ্জীব দারুকার আদালতে হাজির করা হলে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত হয় তার। পুলিশ আদালতকে জানিয়েছে, পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা ওই কিশোরী ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিতে চায়। পুলিশের কাছে লিখিত অভিযোগে মেয়েটি জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ সে বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিল। তখন শাহজাদা ও তার সঙ্গী সেলিম মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হয়। তাকে দেখে তারা অশ্লীল গালিগালাজ করতে শুরু করে। তার বুকে ঘুষি মারে, গায়ে নখের আঁচড়ও কাটে। জামাকাপড়ও ছিঁড়ে দেয়। পরে রাস্তায় ফেলে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। তখন শাহজাদা ও সেলিমের খপ্পর থেকে কোন মতে পালায় সে। বাড়ি গিয়ে কাকিমাকে সব জানায় মেয়েটি। রাতেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তার পরে কড়োরা থানায় শাহজাদা ও তার ওই সঙ্গীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সে।ওয়েবসাইট।
- See more at: http://www.dailyinqilab.com/2014/02/16/161235.php#sthash.rshhbWjh.7lpa6f7k.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন