শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪


শুধু অল্পবয়সি মেয়েদের জন্যেই যৌনতা নয়!
February 13, 2014 | Filed under: রকমারি | Posted by: নিউজ ডেস্ক/মেহা old-coupleনিউজ ইভেন্ট ২৪ ডটকম রকমারি ডেস্ক নারীদের জন্য যৌনতার বিষয়টি শুধু অল্প বয়সেই সীমাবদ্ধ থাকে না, বয়স হলেও তাদের অনেকের এ থেকে আগ্রহ হারিয়ে যায় না। সম্প্রতি এক গবেষণার ভিত্তিতে জানা গেছে, বহু নারীর অনেক বয়স হলেও যৌনতায় আগ্রহ থাকে। বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে টেলিগ্রাফ। বিজ্ঞানীরা বলছেন, যেসব নারী মধ্যবয়সেও যৌনতায় সক্রিয় থাকে, তারা এ থেকে আগ্রহ হারায় না বহু বছর। ইউনিভার্সিটি অফ পিটসবার্গ মেডিক্যাল সেন্টার এ গবেষণাটি করেছে। এ জন্য ৪০ থেকে ৬৫ বছর বয়সী ৬০২ জন নারীর ওপর সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় তাদের যেসব প্রশ্ন করা হয়, তার মূল বক্তব্য ছিল, তারা যৌনতায় সক্রিয় কি না এবং তারা একে জীবনে কতখানি গুরুত্ব দিয়ে থাকেন। গবেষণাপত্রটির মূল লেখক ড: হোলি থমাস বলেন, ‘জনসাধারণের ধারণা আছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌনতা ক্রমে গুরুত্ব হারিয়ে ফেলে। আর নারীরা যৌন কর্মকাণ্ড বন্ধ করে দেয়। ড: থমাস আরো বলেন, তবে আমাদের গবেষণায় দেখা গেছে, অধিকাংশ নারীই অনেক বয়স পর্যন্ত যৌনতা ধরে রাখে। এ কারণে কোনো বয়স্ক নারীকে যৌনতায় নিষ্ক্রিয় বলে ধারণা করা ‘ভুল’ বলেই জানিয়েছেন ড: থমাস। সম্প্রতি বয়স্ক নারীদের যৌনতায় সক্রিয় করার জন্য বের হচ্ছে নতুন ওষুধ। এ ওষুধটির কার্যকারিতা নিয়েও বিতর্ক করছেন বিভিন্ন পক্ষ। অনেকেই এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হচ্ছেন। গবেষণায় দেখা গেছে, শতকরা ৮৫ ভাগেরও বেশি নারী ৪৮ থেকে ৭৩ বছরের মধ্যে যৌনতায় সক্রিয় থাকেন। ফলে এসব ওষুধের প্রয়োজনীয়তা এখন প্রশ্নসাপেক্ষ বলে জানাচ্ছেন অনেকেই। সংগৃহিত নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১৩ ফেব্রুয়ারি, ২০১৪/১৫.১১/মেহেদী হাসান - See more at: http://www.newsevent24.com/2014/02/13/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%85%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8/#sthash.EAcnHR9J.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন