আ’লীগ ছাড়া অন্য প্রার্থীদের ভোট দিলে সরকার সহযোগিতা করবে না’
February 13, 2014 | Filed under: রাজনীতি | Posted by: নিউজ ডেস্ক/এসই
Faruk-Khanনিউজ ইভেন্ট ২৪ ডটকম
গোপালগঞ্জ
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের ভোট দিলে সরকারের পক্ষ থেকে তাদের কোনো সহযোগিতা করা হবে না বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শ্যামল কান্তি বোসের সমাবেশে তিনি এ কথা বলেন।
এসময় ফারুক খান বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাড়া অন্য যারা নির্বাচিত হবেন তারা সরকারের কাছে এসে কোনো কথা বলতে পারবে না। এ জন্য এলাকার উন্নয়নের স্বার্থে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
১৯ ফেব্রুয়ারি মুকসুদপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১৩ ফেব্রুয়ারি, ২০১৪/২২.৩৬/সাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন