শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪


গণধর্ষণের প্রতিবাদকারীদের ওপর হামলা, আহত ৫
22 Feb, 2014 রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকায় ভটভটিযাত্রী এক নারীকে গণধর্ষণের প্রতিবাদকারীদের ওপর হামলা চালিয়েছে ধর্ষণকারীদের লোকজন। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আড়ানী বাসস্ট্যান্ড এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে, বাঘার রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও স্থানীয় নিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবাইদুর রহমান শিমুলকে চারঘাট থানা স্বাস্থ্যকেন্দে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার কুণ্ডু জানান, হামলাকারীদের আটকের চেষ্টা চলছে। এছাড়া আহতদের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। আহতদের বরাত দিয়ে ওসি জানান, গত বৃহস্পতিবার রাতে বাঘার আড়ানি এলাকায় শ্যালোইঞ্জিন চালিত ভটভটির এক নারীযাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে শুক্রবার সকালে স্থানীয়রা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ধর্ষণকারীদের লোকজন শনিবার সকালে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। উৎসঃ শীর্ষ নিউজ Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন