বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪


এশিয়ার নিকৃষ্ট শহর ঢাকা
20 Feb, 2014 প্রবাসীদের কাছে এশিয়ার সবচেয়ে নিকৃষ্ট শহর বাংলাদেশের রাজধানী ঢাকা। খবর এএফপি’র। নিউ ইয়র্কভিত্তিক মার্সার কনসাল্টিং গ্রুপ যে বার্ষিক র্যাং কিং প্রকাশ করেছে তাতে এশিয়ার সেরা শহর নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর সিটি। এশিয়ার সেরা ৫ শহরের মধ্যে রয়েছে- জাপানের টোকিও, কোব, ইয়োকহামা এবং ওসাকা। তালিকায় বিশ্ব সেরা শহর নির্বাচিত হয়েছে- ভিয়েনা, জুরিখ, অকল্যান্ড, মিউনিক এবং ভ্যাঙ্কুভার। তালিকায় দেখা যায়, পৃথিবীর নিকৃষ্ট জীবনমান এখন ইরাকের রাজধানী বাগদাদে। এর পরে আছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বাঙ্গুই এবং হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স। ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ালিটি অব লিভিং সার্ভে’ শীর্ষক ৪৬০টি শহরের ওপর পরিচালিত জরিপে দেখা যায়, ঢাকার স্থান ২৫তম স্থানে। জরিপে রাজনৈতিক স্থিতিশীলতা, অপরাধ এবং দূষণকে বিবেচনায় নেয়া হয়েছে। উৎসঃ আরটিএনএন Share on facebook Share on email Share on print 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন